সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৬ই নভেম্বর কলকাতা রাণী রাসমণি রোডে আমরা বাঙালী এন. আর. সি.-র অজুহাতে বাঙালীকে রাষ্ট্রহীন করার প্রতিবাদে একটি সমাবেশের আয়োজন করে৷ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার আমরা বাঙালীর কর্মী সমর্থক এই সমাবেশে যোগ দেন৷ এছাড়া অসম, ত্রিপুরা থেকেও প্রতিনিধিরা এই সমাবেশে উপস্থিত ছিলেন৷
রাজ্যে হিন্দী আগ্রাসন, এন.আর.সি.-র অজুহাতে বাঙালীকে বিদেশী করার চক্রান্ত, রাষ্ট্রায়ত্ত শিল্পকে বিলগ্ণীকরণের মাধ্যমে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন সমাবেশের প্রতিটি বক্তাই৷ অবিলম্বে এন.আর.সি.-র নামে বিদেশী বাছাই বন্ধ না হলে ‘আমরা বাঙালী’ গণ আন্দোলনে সামিল হবেন বলে বক্তারা হুঁশিয়ারী দেন৷