রাফাল নথি চুরির রিপোর্ট ঃ দুর্নীতির অভিযোগ বিরোধীদের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রাফাল যুদ্ধ বিমান সংক্রান্ত গোপন নথি প্রতিরক্ষা মন্ত্রকের দফতর থেকে  চুরি গেছে৷ কেন্দ্রীয় সরকারের আটর্নি জেনার্যাল কে কে  বেনুগোপাল সুপ্রিম কোর্টে একথা জানান৷ তিনি বলেন প্রতিরক্ষা মন্ত্রকের  কোনো  প্রাক্তণ বা বর্তমান কর্মী এই গোপন নথিগুলি  চুরি করেছেন৷

সুপ্রিম কোর্ট জানতে  চায়, এ ব্যাপার সরকার কী পদক্ষেপ নিয়েছে? তার উত্তরে এটর্নি জেনার্যাল বলেন, অফিসিয়্যাল সিক্রেট এ্যাক্টে তদন্ত শুরু করা  হয়েছে৷

যে প্রতিরক্ষা দফতর থেকে এই রাফাল সংক্রান্ত তথ্য চুরি হয়েছে বলে বলা হচ্ছে, এই প্রতিরক্ষা দফতর প্রধানমন্ত্রীর দফতরের পাশে  সাউথ ব্লকে৷ এমন সুরক্ষিত স্থান থেকে রাফাল ফাইল  চুরি মানে প্রধানমন্ত্রীর নাকের ডগা থেকে এই চুরি হয়েছে৷ তাই কেন্দ্রের এই রিপোর্টে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিস্মিত৷ বিরোধীও সরকারের  বিবৃতিতে কেন্দ্রীয়  সরকারের বিরুদ্ধে  পরিষ্কার দুর্নীতির অভিযোগ করছেন৷