সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দমার্গের বৌদ্ধিক শাখা রেণেশাঁ ইয়ূনিবার্সালের উদ্যোগে একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১৭ই নভেম্বর আনন্দনগরে অবস্থিত রোটাণ্ডা অডিটোরিয়ামে৷ সাহিত্য, অর্থনীতি, শিক্ষা প্রভৃতি আনন্দমার্গ দর্শনের বিষয়গুলির ওপর আলোচনা হয়৷ আলোচনার মুখ্য বিষয় অর্থনৈতিক গণতন্ত্র, মানুষের শিল্প সাহিত্য, নব্যমানবতাবাদী শিক্ষা প্রভৃতির ওপর বক্তব্য রাখেন অধ্যাপক সমীররঞ্জন অধিকারী, ডঃ বিশ্বজিৎ ভৌমিক, ডঃ সুনন্দিতা ভৌমিক ও আনন্দমার্গ প্রচারক সংঘের প্রকাশন সচিব আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত প্রমুখ৷ আনন্দনগরের রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূত ও আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত এই অনুষ্ঠানটির আয়োজন করেন৷