রুদ্রের আশীষ

লেখক
কৌশিক খাটুয়া

অন্তবিহীন পথের পুঁজি

    অন্তরেরই স্বান্তনা,

সে’ স্বান্তনা দূর করে দেয়

     অবাঞ্ছিত যন্ত্রনা৷

তোমার লীলার যুগল স্বরূপ

      আনন্দ আর যন্ত্রনা,

মঙ্গলময় আশীষ নিহিত

    নাইকো সেথায় বঞ্চনা৷

ব্যথা কেন আসে কেন চলে যায়

কাঁদিয়ে মাতিয়ে হাসিতে ভরায়,

কারণ-অকারণ নাই নিবারণ

      জাগ্রত করে চেতনা৷

লুকায়ে যে’জন অন্তরেতে

আলো হাতে পথ দেখাতে,

 অসহায় দিগ্‌ভ্রান্ত পায়

   একাত্মতার মন্ত্রণা৷

তোমার পথের পান্থ যে’জন

    লক্ষ্য পূরণে অগ্রগমন,

ঝঞ্ঝা-ঝটিকা সাময়িক বাধা

       হৃদয় ছিল উন্মনা৷

আলো করে আছো তুমি

আমার মনের মনোভূমি,

তোমার রাতুল চরণ চুমি

   নিত্য তোমার অর্চনা৷

ক্ষুদ্র এ’মন তোমারে চায়

ধরার মাঝে অধরার ভয়

আকর্ষণের অমোঘ নিয়মে

   প্রকাশে সুর-মুর্চ্ছনা!