সামাজিক  বিভাজন অর্থনৈতিক  বৈষম্য নীতিভ্রষ্ট নেতৃত্ব প্রগতির পরিপন্থী--- প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রবীণ প্রাউটিষ্ট নেতা ও প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সক্রীয় কর্মী শ্রী প্রভাত খাঁ হুগলী শ্রীরামপুরে  এক আলোচনায় বলেন--- সমাজে আজ সৎ-নীতিবাদী মানুষের  অভাব৷ রাজনৈতিক নেতাদের আদর্শ বলে কিছু নেই৷ গয়ারাম-আয়ারামের মত এ-দল ও-দল করে বেড়াচ্ছে৷ আদর্শ-ভ্রষ্ট এই নেতাদের দ্বারা মানুষের কল্যাণ করা সম্ভব নয়৷ সমাজকে সঠিকপথে পরিচালনা করতে আজ একদল সৎ-নীতিবাদী আদর্শ নেতৃত্বের প্রয়োজন৷ সেই নেতৃত্ব হবে প্রাউটের আদর্শে দীক্ষিত ও আধ্যাত্মিক নীতিবাদে প্রতিষ্ঠিত৷

শ্রী খাঁ বলেন--- স্বাধীনতার ৭৪ বছর পরেও দেশ থেকে  সামাজিক বিভাজন ও অর্থনৈতিক বৈষম্য দূর করার কোন প্রয়াস কোন শাসক দলই করেনি৷ করেননি কারণ গয়ারাম আয়ারাম নেতারা শোষকের হাতের  ক্রীড়ানক৷ সামাজিক বিভাজন ও অর্থনৈতিক বৈষম্যই শোষণ বজায় রাখার অনুকূল পরিবেশ৷ তাই পুঁজিপতি শোষকরা কৌশলে রাজনৈতিক নেতাদের হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করে যাচ্ছে৷ তাই আজ মানব সমাজে নারী-পুরুষ বিভাজন, জাত-পাতের  বিভাজন, বর্ণগত, জন্মগত বিভাজন৷ এইভাবে বিভেদ সৃষ্টি করে মানুষে মানুষে সংঘাত বজায় রেখে পুঁজিপতিরা সমাজের  বুকে শোষণ চালিয়ে যাচ্ছে৷ তিনি বলেন সমস্ত প্রকার বিভাজন ও বৈষম্যের বিরুদ্ধে প্রাউটিষ্টরা আন্দোলন করে যাচ্ছে মানুষের মধ্যে জাগরণ ঘটাতে৷ শ্রী খাঁ বলেন শুধু মানুষের সমাজে নয় প্রাউটিষ্টরা সমস্ত প্রকার জৈব সংরচনাগত পার্থক্য মুছে দিতে চায়৷ মানুষের কাছে মানুষের প্রাণ যতটা প্রিয়, সমস্ত প্রকার জীবের কাছেই তাদের  প্রাণ ততটাই প্রিয়৷ মানুষের যেমন বেঁচে থাকা জন্মগত অধিকার, তেমনি উদ্ভিদ জগত-পশুজগতেরও বেঁচে থাকা জন্মগত অধিকার৷ প্রাউটিষ্টরা যেমন মানুষের অধিকার অর্জনের  জন্যে আন্দোলন করে যাবে তেমনি পশুপক্ষী জীবজগতকেও তাদের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করে যাবে৷

পরিশেষে শ্রী খাঁ বলেন অর্থনৈতিক ক্ষেত্রেও আজ চরম শোষণ ও বৈষম্য বজায় রয়েছে৷ ব্রিটিশ পরবর্তী ভারতে -ঔপনিবেশিক শোষণ স্বাধীন ভারতে ফ্যাসিষ্ট শোষণের রূপ ধারণ করেছে৷ সমাজ থেকে এই শোষণ নির্মূল করে মানুষকে নূ্যনতম প্রয়োজন পূর্ত্তির নিশ্চিততা দিতে হবে, ক্রয় ক্ষমতার নিশ্চিততা দিতে হবে৷ এ ব্যাপারে প্রাউটিষ্টরা কোন আপোষের পথে যাবে না৷ সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রাউটিষ্টরা আন্দোলন করে যাবে যত দিন না মানুষের অধিকার অর্জিত হয়৷