সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পূর্ব মেদিনীপুর বাকুলদা আনন্দমার্গ স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ৮ই ফেব্রুয়ারী৷ প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, নাটক ও নানা সুসংস্কৃতি মূলক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত অভিভাবক-অভিভাবিকা ও স্কুলের শুভানুধ্যায়ীদের এক মনোজ্ঞ সন্ধ্যা উপহার দেন ছাত্রছাত্রারা৷

অনুষ্ঠানের মাঝে আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষা ব্যবস্থা বিষয়ে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷

গত ২৭ ফেব্রুয়ারী জসাড় আনন্দমার্গ স্কুলে ও ২৮শে ফেব্রুয়ারী রঘুনাথবাড়ী আনন্দমার্গ স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ এখানে স্কুলের ছাত্রছাত্রাদের প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, আবৃত্তি, ছড়া আরও নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা সকলকে মুগ্দ করে৷