সাঁতারে বঙ্গসন্তান সুপ্রিয়র সোনা

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

গত ৭ই ডিসেম্বর  এশিয়ান গেমসের সাঁতারে ২০০ মিটার বাটারফ্লাই-এ সোনা জিতেছেন কোলাঘাটের  সুপ্রিয় মণ্ডল৷  এক মৎসজীবীর সন্তান সুপ্রিয়৷ বাবা সুকুমার মন্ডল জানান যেহেতু মৎসজীবী পরিবারে জন্ম তাই প্রথম থেকেই  সাঁতারে হাতেখড়ি  তাঁর এইসূত্রে৷ এরপর কোলাঘাটের সুইমিং সেন্টারে  তাঁর ট্রেনিং শুরু৷  বর্তমানে বেঙ্গালুরুতে  ডলফিন অ্যাকোয়াটিকে অনুশীলনরত সুপ্রিয়৷ চাকরিও করেন রেলওয়েতে৷ নেপালের এই অবিশ্বাস্য জয়ের পরে পরেই আগামী বছরের মার্চ মাসে  সিঙ্গাপুরে অলিম্পিক্সের  যোগ্যতা  অর্জনের প্রতিযোগিতা৷  দরিদ্র পরিবার থেকে উঠে আসা সুপ্রিয়  উন্নতিতে খুবই গর্বিত সুপ্রিয়েক সুকলের শিক্ষকেরাও৷

পরিশেষে সুপ্রিয়ের বাবা সুকুমার বাবু তাঁর পুত্র সম্পর্কে বলেন--- ‘‘ছেলের সাফল্যে গর্ব হচ্ছে৷’’ আর  সুপ্রিয় বলেন--- ‘‘আগামী দিনে  সাঁতারে আর   উন্নতি  করে  নিজের দেশকে  বিশ্বের দরবারে সাঁতারের মাধ্যমে শীর্ষে তুলতে চান৷