লেখক
জয়তী দেবনাথ (অষ্টম শ্রেণী)
চলার পথে কতই না সাথীর দেখা পেলাম
এরই মাঝে সাথীর আসল মানে বুঝে গেলাম৷
কেউ ব্যস্ত স্বার্থ নিয়ে, কেউ বা মেতে ছলে
কেউ বা আবার দমিয়ে রাখে বুদ্ধি আর বলে৷
কেউ বা আবার তোমার সামনে তোমার প্রিয়
পিছন ফিরে তাকিয়ে দেখো কতটা আপন৷
কেউ বা তোমার শুভাকাঙ্খী তোমার ভাল চায়
অজান্তে সেই সর্বনাশটা করবে তোমার হায়!
সাথী-র মানে এখন আমি বুঝি ভালভাবে,
পথের শেষে পৌঁছে তুমি একলা তোমায় পাবে৷
তাই তো বলি নিজের সাথী নিজেই তুমি থাকো,
নিজ জগতে নিজেকে নিয়ে ব্যস্ত তোমায় রাখো৷
সাথের সাথী একজনই তো এই জগতে আছে
সবার সাথে সদাই সে যে অন্তরেতে বিরাজে৷
- Log in to post comments