সবংয়ে মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠান ও তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৯ই জুন মেদিনীপুর জেলার গুণ্ডুৎ গ্রামে (সবং থানা) শ্রী সন্দীপ দাস ও শ্রী প্রদীপ দাসের  নবনির্মিত ভবনে আনন্দমার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ এছাড়া এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন আচার্য রবীশানন্দ অবধূত, আচার্য সত্যশিবানন্দ অবধূত, আচার্য প্রমথেশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ গুণময়া আচার্যা, আনন্দ পূর্ণপ্রাণা আচার্য প্রমুখ৷

অনুষ্ঠানে সন্দীপ দাসের আত্মীয়, স্বজন,বন্ধুবান্ধব ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন৷ প্রথমে  কীর্ত্তন করে গৃহ প্রদক্ষিণের  পর মার্গীয় বিধি অনুসারে  প্রথমে গৃহকর্ত্রীরা ও পরে অন্যান্যরা  গৃহপ্রবেশ করেন৷ এরপর যথারীতি গৃহপ্রবেশের মন্ত্রপাঠ করে অনুষ্ঠানের পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷

প্রথমপর্বের অনুষ্ঠানের পর পুনরায়  প্রভাত সঙ্গীত পরিবেশন,কীর্ত্তন ও মিলিত সাধনার পর তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ এই তত্ত্বসভায় আনন্দমার্গের  দর্শন, আদর্শ ও সাধনা পদ্ধতির  ওপর আলোচনা করেন আচার্য সত্যশিবানন্দ অবধূত, আচার্য রবীশানন্দ অবধূত, আচার্য প্রমথেশানন্দ অবধূত প্রমুখ৷ অনেকে আনন্দমার্গের যোগসাধনাও শেখেন৷ অবধূতিকা আনন্দপূর্ণপ্রাণা আচার্যা ও আনন্দগুণময়া আচার্যা মেয়েদের সাধনা ও কৌশিকী নৃত্য শেখান৷