সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গরীব মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্যে এক কোটিরও বেশি সাইকেল বিলি করেছে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর সবুজ সাথী প্রকল্পে ৷ ছেলে মেয়েদের স্কুল বন্ধ ৷ তাই সবুজ সাথীর সাইকেল এখন বাবা-মার কর্মস্থানে যাওয়ার প্রধান বাহন ৷ সামাজিক দুরত্ব-বিধি মেনে পরস্পরের স্পর্শ থেকে দূরে থেকে এমন পরিবেশ বান্ধব বাহন এখন সব থেকে বড় সহায় কর্মস্থানে যাওয়ার ৷ তাই মুখ্যমন্ত্রীর সবুজ সাথী এখন রুটি-রুজির অর্থ উপার্জনের সহজ উপায়।
৷