যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে সেরিনার আম্পায়ারের সাথে অস্বাভাবিক আচরণে ক্ষুদ্ধ সমস্ত প্রাক্তন খেলোয়াড়রা৷ তাঁর মধ্যে একজন হলেন মার্টিনা নাভ্রাতিলোভাও৷ তিনি এর কঠোর সমালোচনা করেন৷ আম্পায়ারের ওপর সকলের সামনে এমনভাবে ক্ষোভে ফেটে পড়া ও আম্পায়ারকে ‘চোর’ বলাটা একদমই তিনি মানতে পারেন নি৷
এই প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘ যা ভাবছি তা দিয়ে নিজেকে বিচার করাটা ঠিক হবে না৷ চেষ্টা করলে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব৷ কিন্তু টেনিসকোর্টের মধ্যে আম্পায়ারের সঙ্গে এরূপ আচরণ করাটা উচিত হয়নি সেরিনার বলে তিনি মনে করেন৷ ’’
সেরিনার বক্তব্য , যে কারণে সেরিনার এরূপ আচরণ করেছে, তা ছেলে টেনিস প্লেয়াররা হামেশাই বলে থাকেন৷ কিন্তু তিনি যেহেতু নারী তার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে৷’’
সেরিনার বিরুদ্ধে মূল অভিযোগটা ছিল ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে থাকা তাঁর কোচ প্যাটট্রিক মোরাতাগলুর কাছ থেকে নির্দ্দেশ নেওয়া৷ চেয়্যার আম্পায়ার রামোস কার্র্লেস শাস্তি স্বরূপ সেরিনার একটি পয়েন্ট, পরে একটি গেম কেড়ে নেন৷ তাঁর কিংবদন্তি মার্কিন তারকা মাথা গরম করে নিজের র্যাকেট ভেঙ্গে ফেলেন ও সকলের সামনে অ্যাম্পায়েরকে চোর বলে দেন৷
তাই মার্টিনা আরও জানিয়েছেন, ‘চোর’ বলার পর একজন শাস্তি এড়াতে পারে কি না তা নিয়ে বিতর্ক থাকতে পারে ৷ কিন্তু এই ব্যাপারটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক ‘‘আমি সেরিনাকে সমর্থন করি না৷