শিলচরের ১৯শে মে  ভাষা আন্দোলন স্মরণে

লেখক
প্রভাত খাঁ

শিলচরের ১৯শে মে সেই রক্ত ঝরা

দিনটি আজও স্মরনীয় হয়ে আছে

বাঙালীর ঘরে ঘরে ১১টি সেই

তরতাজা লাল গোলাপের মতো

অকালে ঝরে যাওয়া প্রাণগুলো

তাঁরা মাতৃভাষায় পঠন-পাঠনের দাবীতে

পথে নামে অসমীয়া ভাষায় পঠনের প্রতিবাদে!

মহীয়সী বীরাঙ্গনা কমলা ভট্টাচার্য্য প্রাণ দেন

তাঁর ছোট বোন আহত ও পঙ্গু হয়ে পড়েন

নিষ্ঠুর অসমীয়া রক্ষী বাহিনীর গুলিতে!

তীব্রতর আন্দোলনে বাংলাভাষা

অসমে দ্বিতীয় রাজ্যভাষার স্বীকৃতি পায়৷

কিন্তু সংখ্যা লঘু অসমীয়াদের সংখ্যা বাড়াতে

কূট কৌশলের আজও খামতি নেই

অসম রাজ্য সরকারের রাজ্যতে!

নেহেরু সেই রক্ত ঝরা দিনে

অসমে বর্ত্তমান ছিলেন নীরব দর্শক হয়ে!

ডাঃ বিধান রায়ও দাঁড়াননি পাশে৷

তাঁরা উদ্বুদ্ধ হন অতীতের ২১শে ফেব্রুয়ারীতে

পূর্ব বাংলার উর্দ্দুভাষার বিরুদ্ধে

বাংলাভাষার আন্দোলনে৷

বিশ্বের দরবারে সেই ভাষা আন্দোলন

দিনটি এনে দেয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে

এই শুভদিনে পৃথিবীর সব ভাষা পূজিত হয়

দেশে দেশেও প্রতিষ্ঠিত হয় সম মর্যাদায়৷