শিলিগুড়ি ও  আগরতলায় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২,১৩,১৪ই ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি দক্ষিণ ভারতনগরে আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে তিনদিনের একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ উক্ত আলোচনাসভায় আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক,সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য সুতীর্র্থনন্দ অবধূত৷

বর্তমান সামাজিক অর্থনৈতিক দুরাবস্থায় ও রাজনৈতিক অস্থিরতায় মানুষের কাছে আনন্দমার্গ জীবনাদর্শের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে৷ তাই সাংঘটনিক বিষয়ে আলোচনায় মানুষের কাছে আনন্দমার্গের জীবনাদর্শ পৌঁছে দিতে পরবর্তী পঞ্চায়েত  স্তর পর্যন্ত আলোচনা সভার কর্মসূচী নেওয়া হয়৷

সমগ্র অনুষ্ঠানের আয়োজন করেন আচার্য কীর্তিনাথানন্দ অবধূত৷ তাঁকে  সহযোগিতা করেন শিলিগুড়ি ডিট এস আচার্য সমরেশ ব্রহ্মচারী, ভুক্তিপ্রধান দীপা শর্র্ম ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷ তিনদিনের এই আলোচনা সভায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক মার্গী উপস্থিত হয়েছিলেন৷

গত ১২,১৩,১৪ই ফেব্রুয়ারী অনুরূপ একটি আলোচনা সভার আয়োজন হয়েছিল ত্রিপুরায় আগরতলা কলেজটিলা আনন্দমার্গ স্কুলে৷ ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে তিনশতাধিক মার্গী ভাইবোন এই সেমিনারে যোগ দেন৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য তন্ময়ানন্দ  অবধূত৷ সমগ্র আলোচনা সভার আয়োজন করেছিলেন আচার্য সেবাব্রতানন্দ অবধূত৷ তাকে সহযোগিতা করেন ডায়োসিস সচিব আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত ও স্থানীয় মার্গী ভাই বোনেরা৷