সংবাদদাতা
পি.এন.এ.
সময়
গত ৫ থেকে ১১ই ডিসেম্বর সিউড়ি ইরিগেশন কলোনী মাঠে সিউড়ি বইমেলার আয়োজন হয়েছিল৷ সেখানে আনন্দমার্গ প্রচারক সংঘের সিউড়ি শাখার পক্ষ থেকেও একটি বুক ষ্টল খোলা হয়৷
পাঁচ দিনের এই বইমেলায় প্রতিদিনই উৎসাহী পাঠক-পাঠিকারা ভীড় করেন আনন্দমর্গের এই বুকষ্টলে৷ সিউড়ি শহরের বহু জ্ঞানী-গুণী মানুষজনও আনন্দমার্গের বুকষ্টলে আসেন ও আনন্দমার্গকে জানার আগ্রহে বেশ কিছু পুস্তক সংগ্রহ করেন৷ তাদের পছন্দের বইগুলো ছিল শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচিত তন্ত্রই সাধনা সাধনাই তন্ত্র৷, ‘কৃষ্ণতত্ত্ব গীতাসার’, ‘মহাভারতের কথা’ প্রভৃতি৷ পাঁচদিনের এই বইমেলায় আনন্দমার্গের ষ্টলে প্রতিদিনই উপস্থিত ছিলেন ‘আমড়া পালন চক্রনেমী’র (মাষ্টার ইয়ূনিট) রেক্টর মাষ্টার আচার্য মিত্রাক্ষরানন্দ অবধূত , আচার্য দিব্যজ্যোতি ব্রহ্মচারী, কেশব চন্দ্র সিন্হা, বিপ্লব পাত্র প্রমুখ৷