সমর্পণ

লেখক
কৌশিক খাটুয়া

আমার সকল গরিমা চূর্ণ হোক প্রভু

তোমার চরণতলে,

আমার যা কিছু তোমারই দান

ভুলেছিনু কোন ছলে৷

কেন অস্থির হয়েছে চিত্ত

মিথ্যা দম্ভে হয়েছি মত্ত৷

সফলতা শুধু বাড়ায় গরিমা,

সকল কাজেই তোমার মহিমা৷

চির সত্যের শ্বাশত বাণী

ভূলে ছিনু মোহজালে৷

ধরনী যাঁহার কৃপা ধন্য,

দম্ভে তাঁহারে করেছি ছিন্ন৷

সকল জয়ের কান্ডারী তুমি,

একথা যেননা ভুলিনাগো আমি,

নিজগুণে তুমি লহ মোরে কোলে তুলে৷

করে দাও মোরে আলোকস্নাত,

দেখিব আবার সোনালী প্রাতঃ৷

দূর হোক যত ভ্রান্ত তত্ত্ব,

বন্ধ দুয়ার হোক না মুক্ত৷

মহানন্দে তোমারই ছন্দে

তোমা পানে যাব চলে৷