সন্ত্রাসবাদী নয় বিপ্লববাদী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

অষ্টমশ্রেণীর পাঠ্যপুস্তকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলা হয়েছিল৷ এই নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক বাধে৷ ক্ষুদিরামকে কেন সন্ত্রাসবাদী বলা হয়েছে এই নিয়ে অনেকেই প্রশ্ণ তোলে৷ চাপে পড়ে  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষাবিদ ও বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের নেতৃত্বের একটি সিলেবাস রিভিউ কমিটি গঠন করে দেন৷ কমিটির পক্ষ থেকে শিক্ষা  দপ্তরকে প্রস্তাব দেওয়া হয় সন্ত্রাসবাদী নয়, বিপ্লববাদী কার্যকলাপ বলে অভিহিত করা হোক৷ প্রস্তাব এখন শিক্ষা দপ্তরে গৃহীত হওয়ার অপেক্ষায়৷