শ্রদ্ধা থেকেই শ্রাদ্ধ শব্দটা এসেছে৷ তাই শ্রাদ্ধের দিন পরলোকগত প্রিয়জনের প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন৷ আদর্শ আনন্দমার্গী ও আমরা বাঙালী দলের একনিষ্ট কর্মী সমীরণ আচার্যের শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় বিধিতে সম্পন্ন হয় খোয়াই জেলার চেবরীতে সমীরণের নিজ বাসভবনে গত ১০ই নভেম্বর৷ গত ৩১শে অক্টোবর সমীরণ আচার্য হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন৷
সকাল দশটায় অনুষ্ঠান শুরু হয়৷ সমীরণের আত্মীয় পরিজন ও স্থানীয় মার্গী-ভাই বোনেরা তার আগেই এসে উপস্থিত হন৷ প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় করেন আগরতলা আনন্দমার্গ হাইস্কুলের প্রধান শিক্ষক আচার্য শুভ্রজানন্দ অবধূত৷ এরপর বর্তমান সমাজের কুসংস্কার ও ভাবজড়তা বর্জিত আনন্দমার্গের সমাজ শাস্ত্র চর্যাচর্যের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন প্রবীণ আনন্দমার্গী শ্রী দানেশ পাল৷ শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য সুনন্দানন্দ অবধূত৷ এরপর দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়৷ প্রায় শতাধিক মার্গীভাই-বোন ও সমীরণের পরিচিত বন্ধু-বান্ধব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷