লেখক
কবি রামদাস বিশ্বাস
অসংখ্য শিল্পতে ভরা এই বিশ্ব
সাধনায় রত আছে অগণিত শিষ্য৷
কাঠ শিল্প বেত্র শিল্প মৃৎ শিল্প নামে
শ্রেষ্ঠত্বের দাবীদার সব ধরাধামে৷
চর্ম শিল্প, বংশ শিল্প, পাট শিল্প বস্ত্র শিল্প
বাটিক শিল্প, কাঁথা শিল্প, কারু শিল্প, চারু শিল্প৷
সাহিত্য নাটকাদি যাত্রা কবিগান
গ্রামে গ্রামে লোটো পালা আছে তরজা গান৷
যত রকম শিল্প আছে এই বিশ্ব মাঝেতে
সর্বশ্রেষ্ঠ শিল্প সঙ্গীত গুণে এবং কাজেতে৷
সঙ্গীত শুরু হয় নন্দন বিজ্ঞানে
নন্দিত নন্দন ধায় মহিমের পানে৷
মহিম ছুটে চলে অসীমের টানে
যে জন শিল্পী ভবে সেই তাকে জানে৷
- Log in to post comments