শ্রীরামপুর ঃ গত ১৪ই সেপ্ঢেম্বর, ২০১৯ হুগলীর শ্রীরামপুরে ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে অসমে জাতীয় নাগরিকপঞ্জী বা এন আর সি-র নামে লক্ষ লক্ষ বাঙালীকে বিদেশী ঘোষণা, নাগরিকত্ব হরণ ও ডিটেনশন ক্যাম্পে অমানুষিক নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ বিক্ষোভ মিছিলটি চাতরা, শীতলাতলা বাসস্টপ থেকে শুরু করে মরাদান, নবগ্রাম বাজার, বাই শ্রীরামপুর হয়ে শ্রীরামপুর ষ্টেশন সন্নিহিত অঞ্চলে গলাপোলের নিকট সমাপ্ত হয়৷ মিছিল পরিক্রমার সময় অসমে বাঙালীদেরকে বঞ্চনা, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন বক্তা তীব্র ভাষায় প্রতিবাদে মুখর হন৷ তাঁরা বক্তব্যে আরও জানান---ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালীদের অগ্রণী ভূমিকা সত্ত্বেও স্বাধীনতা পরবর্তী সময়কালে বাঙালীদের বিভিন্ন ভাবে বঞ্চিত, শোষিত ও নির্যাতিত হতে বাধ্য করা হয়েছে---বাঙালী জাতিকে ভূমিহীন, দেশহীন, নাগরিকত্বহীন, এমনকি মাতৃভাষাহীন করে’ একটি ভাসমান জনগোষ্ঠীতে পরিণত করার ও হিন্দী আগ্রাসনের ধারাবাহিক ষড়যন্ত্র চলেছে৷ বক্তাদের মধ্যে ছিলেন প্রবীণ আমরা বাঙালী নেতা শ্রী প্রভাত খাঁ, যুব নেতা শ্রী তপোময় বিশ্বাস, শ্রী মহাদেব কুণ্ডু, জেলা সচিব শ্রী জ্যোতিবিকাশ সিন্হা প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী অমলেশ গুঁই ও শ্রী অভিরাম বাগ৷ হুগলী জেলার বিভিন্ন ব্লক থেকে আমরা বাঙালী’ কর্মিবৃন্দ ও নেতা-নেত্রীগণ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়