১৩ জুন ঃ গত ৯ই জুন কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে জনৈক রোগীর মৃত্যুতে রোগীর ক্ষুদ্ধ আত্মীয়দের অভিযোগ, ঠিকমত চিকিৎসা না হওয়াতে রোগীর মৃত্যু হয়েছে৷ এই বিষয়টি নিয়ে জুনিয়র ডাক্তার ও রোগীর পরিবারের লোকজনের মধ্যে বচসা হয়৷ আর তাকে কেন্দ্র করে ডাক্তারদের ওপর ক্ষুদ্ধ জনতার আক্রমণ ও ইট বৃষ্টি হয়৷ এতে গুরুতর আহত হন এন.আর.এসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় আরও অনেক ডাক্তার আহত হন৷ গুরুতর আহত জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়৷ আপাততঃ তিনি বিপন্মুক্ত৷ তাঁর করোটির ডান দিকের হাড় ভেঙেছে বলে জানা গেছে৷
এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা নিরাপত্তার দাবীতে কর্মবিরতি শুরু করেন৷ বৃহস্পতিবার এই সংবাদ লেখা পর্য্যন্ত কর্মবিরতি চলছে৷ মুর্শিদাবাদ কলেজ হাসপাতালে ডাক্তাদের কর্মবিরতির জেরে মঙ্গলবার রাতে আরতি বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধার ও বুধবার সকালে গলায় ছিপি আটকে গিয়ে এক শিশুর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে৷
আমাদের বক্তব্য, অসহায় রোগীরা ডাক্তারদের দ্বিতীয় ঈশ্বরের মতো দেখেন৷ সুস্থ হওয়ার আকুতি নিয়ে লক্ষ লক্ষ মানুষ ডাক্তার দিকে তাকিয়ে থাকেন৷ ডাক্তারদের হাতে রোগীদের প্রাণ৷ এ অবস্থায় ডাক্তারদের অনেক বেশী দায়িত্বশীল, সহানুভূতি সম্পন্ন ও নমনীয় হওয়া উচিত৷ নিরাপত্তার দাবী তাঁরা অবশ্যই করুন, কিন্তু লক্ষ লক্ষ গরীব মানুষকে বিপদে ফেলে নয়৷