সংবাদদাতা
পি.এন.এ.
সময়
পেট্রোলের রেকর্ড স্পর্শ করলো ডিজেল৷ পেট্রোলের মূল্য আগেই তিন অঙ্ক পার করেছে৷ ২৮শে অক্টোবর পেট্রলের দাম ৩৩ পয়সা বেড়ে হয়েছে ১০৮.৭৮ টাকা, ডিজেল ৩৬ পয়সা বেড়ে হলো ১০০.১৪ টাকা৷
এমনিতেই বাজারে খাদ্যদ্রব্য শাক-সবজির ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে৷ এবার জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অসাধ্য হবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য৷ ৩৫ টাকায় পেট্রল দেবার প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার৷ তবে পেট্রল ডিজেলের দাম ১০০ টাকা পার হয়ে যাওয়ার পরও মোদি সরকারের হেল-দোল নেই৷ অচ্ছা দিনের সওদাগর প্রধানমন্ত্রীও নীরব৷ বাঙালী ছাত্রযুব সমাজের সচিব তপোময় বিশ্বাস বলেন পেট্রল ডিজেলের দাম ১০০ টাকা পার হয়েছে প্রধানমন্ত্রী হয়তো জানেন না৷ বাঙালী ছাত্রযুব সমাজ পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজ্যজুড়ে তীব্র গণ আন্দোলনে নামবে৷