শুক্র গ্রহে জীবনের অস্তিত্ব

সংবাদদাতা
পিএনএ.
সময়

ফসফিন নামক রাসায়নিক যৌগের উপস্থিতিতে শুক্রগ্রহে প্রাণের সম্ভাবনা দেখা দিয়েছে এই যৌগটি শুক্রগ্রহে বায়ুমন্ডলের ৫০ মিটার ওপরে গ্যাস আকারে রয়েছে নেচার এ্যাষ্ট্রনমি পত্রিকায় ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেন গ্রিভস-এর গবেষণাপত্র প্রকাশিত হয় এই গবেষণাপত্র থেকে জানা যায়, যেখানে অক্সিজেনের ঘাটতি আছে,সেখানে জীবাণু এই গ্যাসের সাহায্যে বেঁচে থাকতে পারে  এই যৌগ রসায়নাগারে তৈরী করা যায়, আবার শূকর পেঙ্গুইনের পেটে এই গ্যাস থাকে