করোনা বাইরাস সংক্রমণের পরে ক্রিকেট খেলায় বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে যেমন কোন ফিল্ডিং টিম বল পালিশ করতে পারবে না বা বলে লালা বা ঘাম লাগাতে পারবে না নিয়মে আর বলা হয়েছে আগে হ্যান্ড সানিটাইজার ব্যবহার করতে হবে কিন্তু বলে স্যানিটাইজার লাগিয়ে বল করা চলবে না আর সেই হ্যাণ্ড স্যানিটাইজার বলে লাগিয়ে বল করে নির্বাসিত হলেন ক্লেডন
বহুদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত ক্লেডনও দীর্ঘদিন ধরে খেলছেন কাউন্টি ক্রিকেটে ১১২টি মা্যাচ, প্রথম শ্রেণির ম্যাচ,১১০টি লিস্ট এ ও ১৪৭টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি ৩১০ প্রথম শ্রেণির উইকেট তার ঝুলিতে এছাড়া টি-টোয়েন্টিতেও ১৩৮ ও ১৫৯ টি উইকেট নিয়েছেন ক্লেডন নির্বাসিত হওয়ার পর সাক্সেসের হয়ে বাকী ম্যাচ গুলো তিনি আর এখন খেলতে পারবেন না তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়েইজকে নেওয়া হয়েছে গত মাসে মিডল্সেক্সের বিরুদ্ধে খেলতে গিয়ে ক্লেডন স্যানিটাইজার বলে পালিশ করে বল করেন এরফলে তার বিরুদ্ধে তদন্ত করা হয় তদন্ত শেষে প্রমাণিত হয় যে তিনি বলে স্যানিটাইজার লাগিয়েছেন এর কারণে তাঁকে নির্বাসন দেওয়া হয় এছাড়া সংবাদ আরও জানা খবর পাওয়া গেছে---যে ক্লেডনকে ইংল্যাণ্ড এ্যাণ্ড ওয়েলস ক্রিকেটের নিয়ম অনুযায়ী নির্বাসিত করা হয়েছে