সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
রেলের বিভিন্ন কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবীতে ‘আমরা বাঙালী’ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে৷ সম্প্রতি এই দাবীতে পূর্ব রেলের শিয়ালদহ শাখার বিভিন্ন ষ্টেশনে ষ্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপিও দেয় আমরা বাঙালী৷ আমরা বাঙালীর সেই দাবী এবার পূরণ করল পূর্ব রেল৷
পূর্ব রেল সূত্রে জানা যায় এখন থেকে রেলের অসংরক্ষিত টিকিটে ইংরাজী, হিন্দীর সঙ্গে বাংলাও থাকবে৷ পূর্ব রেল এই প্রথম এ ধরণের উদ্যোগ নিল৷ একসময় পিচবোর্ডের টিকিটে বাংলা ছিল৷ কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত টিকিটে বাংলাকে বাদ দেওয়া হয়৷ সম্প্রতি আমরা বাঙালীর আন্দোলনের ফলে পূর্ব রেল টিকিটে বাংলা ব্যবহারের উদ্যোগ নিয়েছে৷ পূর্ব রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানায় ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ৷