গত মাসের প্রতিযোগিতায় যে প্রতিপক্ষের কাছে হেরেছিলেন সেই প্রতিপক্ষ মারিয়া সাক্কারিকে গত সোমবার পরাজিত করে শেষ আটে পৌঁছে গেলেন সেরেনা
তিন সেটের রুদ্ধশ্বাস লড়াই -এর পর জয়ী হন সেরেনা প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট টাইব্রেকারে হারেন সেরেনা তৃতীয় সেটে এক সময় ০-২ তে পিছিয়ে পড়েছিলেন তিনি সেখান থেকে চতুর্থ ও অষ্টম সেটে সাক্কারির সার্ভিস গেম ভেঙে ম্যাচে ফিরে আসেন এই ৫৩ তম গ্র্যাণ্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল ও আর্থার অ্যাশ স্টেডিয়ামে জয়ের সেঞ্চুরিও পূর্ণ করলেন সেরেনা
সংবাদ মাধ্যমে সেরেনা জানিয়েছেন ---আমি রেকর্ড নিয়ে বেশি ভাবি না কিন্তু আজ পরিস্থিতি খুবই কঠিনতম ছিল আমি শুধু লড়াই করে গেছি আমার প্রতিপক্ষ খুবই ভালো খেলেছে যার জন্য আমাকে প্রতিমূহূর্ত সতর্কতার সহিত খেলতে হয়েছে দর্শকরা থাকলে হাততালির জন্য একটু সময় পাওয়া যায় এখন সেটারও তো উপায় নেই দর্শকদের অভাব খুবই অনুভব করছি এরপর দেখার পালা পরের ম্যাচের কি ফলাফল হবে তার জন্যে অপেক্ষা করে থাকা কিন্তু সেরেনা খুবই বিশ্বাসী