টোকিয়োর ব্যর্থতা ভুলে সোনা জয় মনুর

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

পেরুর রাজধানী লিমায় আয়োজিত আইএসএসএফ জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে  তৃতীয় দিনে জয়জয়কার ভারতীয় দলের৷ এ দিন জোড়া সোনা পেলেন মনু ভাকের৷ টোকিও অলিম্পিক্সে ব্যর্থতা সামলে ফের ছন্দে ভারতীয় শুটার৷

গত শনিবার রাতে সর্বজ্যোৎ সিংহের সঙ্গে জুটিতে ১০মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে  সোনা জেতেন মনু৷ এরপরেই রিদম সাঙ্গোয়ান ও শিখা নরওয়ালের সঙ্গে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগেও সোনা জেতেন মনু৷ এরপরেই রিদম সাঙ্গোয়ান ও শিখা নরওয়ালের সঙ্গে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগেও সোনা জেতেন তিনি৷ তাঁরা ১৬-১২ ফলে  হারান বেলারুসকে ৷ সব মিলিয়ে প্রতিযোগিতায় সোনা জয়ের হ্যাটট্রিক হল মনুর৷ এর আগে বৃহস্পতিবার ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতেছিলেন তিনি৷

পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টেও সোনা জিতেছে শ্রীকান্ত ধনুশ,রাজপ্রীত সিংহ ও পার্থ মাখিজাকে নিয়ে তৈরি ভারতীয় দল৷ বেলারুসকে ১৬-১৪ পয়েন্টে হারিয়ে পুরুষদের এয়ার পিস্তল ইভেন্টে দলগতভাবে সোনা জিতেছে নবীন, সর্বজ্যোৎ ও শিবা নরওয়ালকে নিয়ে গঠিত ভারতীয় দল৷ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দলগতভাবে রুপো পেয়েছে ভারতের মেয়েরা৷ এর আগে শুক্রবার মহিলাদের স্কিট ইভেন্টে ভারতীয় শুটারেরা সোনা পেলেও ব্রোঞ্জ পেয়েছিলেন ছেলেরা৷ এই মুহূর্তে পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত৷