তোমাকে ভোলা যায় না

লেখক
কবি রামদাস বিশ্বাস

তোমার সাথে এসেছিলাম মাটির পৃথীবিতে৷

কোন লগনে পালিয়ে গেলেপলক না ফেলিতে৷

সেই থেকে লাগে না ভালো পানসে লাগে সবই

যতই করুক শংসা লোকে যতই বলুক কবি৷

কেঁদে কেঁদেই কবি হলাম কেউ বোঝেনা সেতো

বুকের ভেতর আগুন জ্বলে মুখেতে স্বাদ তেতো৷

শিশুবেলায় খেলার ছলে  কোথায় যে লুকালে

হাজার খুঁজে আর মেলে না দুপুরে বিকালে৷

লুকোচুরি কয় না একে পালিয়ে বেড়ানো

কানামাছির মতো চোখে  ফেটি জড়ানো৷

খুলে দাও চোখের বাঁধন, নিজে নিজেই খঁুজি,

আর কতকাল চলব প্রিয় চক্ষু দুটি বঁুজি৷

সারা জীবন পাইনি খঁুজে তবু জানি আছো৷

চোখে তোমায় নাই বা দেখি বুকের মাঝে নাচো৷

ধরা দিয়েও ধাও না ধরা এমন জটিলতা৷

কেঁদে কেঁদে অন্ধ হলাম নেই কি বদান্যতা৷

তবু তোমায় যায় না ভোলা হৃদয়হরণ তুমি,

নাই বা চোখে দেখি প্রিয় আছি চরণ চুমি৷