ত্রিপুরায় বাঙালী মহিলা সমাজের রাজ্য সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা ঃ গত ৩রা ফেব্রুয়ারী ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাঙালী মহিলা সমাজের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার আমরা বাঙালীর রাজ্য সচিব শ্রীহরিগোপাল দেবনাথ, গৌরাঙ্গ রুদ্র পাল, শ্রীমতী রাণু দেব, শ্রীমতী মৌসুমী রায় প্রমুখ৷ সম্মেলন শেষে বিকেলবেলা বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়৷ ওই মিছিলটি রাজ্য কার্যালয় থেকে বেরিয়ে আগরতলা শহর পরিক্রমা করে পুরোনো মোটর ষ্ট্যাণ্ডে এসে পৌঁছায়৷ এখানে একটি পথসভারও আয়োজন করা হয়৷ পথসভায় বক্তব্য রাখেন বাঙালী মহিলা সমাজের নেত্রী গীতাঞ্জলী দাস, মৌসুমী রায়, শ্রীমতী রাণু দেব প্রমুখ৷ তাঁরা তাঁদের বক্তব্যে অসমে বাঙালী নির্যাতনের প্রতিবাদ জানান৷ এছাড়াও তাঁদের দাবী--- প্রতিটি নারীর অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা, শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক বাধ্যতামূলক করা প্রভৃতি৷ সামাজিক-অর্থনৈতিক ও ধর্মমতের কুসংস্কার রুখতে তথা সার্বিক শোষণমুক্ত বাঙালী মহিলা সমাজ গড়তে তাঁরা প্রাউটের প্রতিষ্ঠার জন্যে সকলকে অগ্রণী হওয়ার আহ্বান জানান৷