৮ই জানুয়ারী উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর চৌরোঙ্গীতে আনন্দমার্গের নবঘটিত স্কুলের দ্বারোদঘাটন হয়৷ এদিন সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় মার্গী ভাই-বোনেরা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়৷ নবনির্মিত বিদ্যালয় গৃহের আনুষ্ঠানিক প্রবেশের পর বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠাত্রন শুরু হয়৷
অনুষ্ঠানের সভাপতি ছিলেন গুরুকুলের সচিব আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রা আগ্ণিক দাঁ৷ প্রভাত সঙ্গীত পরিবেশন করেন আচার্য সুদত্তানন্দ অবধূত, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ আনন্দমার্গের নব্যমানবতাবাদ ভিত্তিক আদর্শ শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, স্বরচিত কবিতা পাঠ করে শোনান আচার্য সর্বানন্দ অবধূত৷ পরিশেষে সভাপতির ভাষণে আচার্য অভিব্রতানন্দ অবধূত বর্তমান সমাজের অবক্ষয় ও শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য দূর করতে আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থার গুরুত্ব প্রসঙ্গে আলোকপাত করেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর ২৪ পরগণার ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস৷