থেকো আমার মনে

লেখক
বিভাংশু মাইতি

প্রভু থেকো আমার মনে

ভোরের বেলায় শিউলি তলায়

দিনে বেণুবনে৷

পড়াশুণার ধারাপাতে

তারায় ভরা নীরব রাতে

সকল কাজে সবার মাঝে

সদাই সবখানে

তুমি থেকো আমার মনে

প্রভু থেকো আমার মনে৷

 

তুমি চাইলে সবই হয়

অন্ধজনও দেখতে পায়

মূকও কথা কয়

তুমি চাইলে সবই হয়৷

 

তুমি চাইলে সবই হয়

পাথরেও ফুল ফোটে গো

উজানে নদী বয়৷

 

তুমি চাইলে সবই হয়

তোমার কৃপায় অনায়াসে

করব তোমায় জয়

তুমি চাইলে সবই হয়৷