উদয়নারায়ণপুরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৮শে এপ্রিল উদয়নারায়ণ, দক্ষিণ চাঁদচক্ আনন্দমার্গ স্কুলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়৷ উক্ত সভায় যোগ, তন্ত্র ও ভক্তি, আনন্দমার্গের বৈপ্লবিক চিন্তাধারা ও আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত, শ্রীমিয় পাত্র, লক্ষ্মীকান্ত হাজরা ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এই আলোচনা সভায় মার্গীভাইবোন ও গ্রামবাসী সহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন৷ আলোচনা সভার আয়োজন করেন শ্রীমহানন্দ সামন্ত৷