উঃ ২৪পরগণা ভুক্তিতে ৬৫ দিন ব্যাপী কীর্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ঋণাত্মক মাইকোবাইটাম তথা করোণা ভাইরাসের আক্রমনে গত আড়াই মাস যাবৎ মানুষকে গৃহবন্দী হয়ে থাকতে হয়। এখন ধনাত্মক মাইকোবাইটামের দ্বারাই ঋণাত্মক মাইকোবাইটামের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। এই ধনাত্মক মাইকোবাইটাম অধিক থেকে অধিক সৃষ্টির লক্ষ্যে এই ভুক্তিতে বিশেষ কর্মসূচি—ভুক্তিব্যাপী দিবারাত্র অখণ্ড ‘বাবানাম কেবলম' কীর্ত্তন শুরু হয় ৩রা এপ্রিল ভোর ৫টা থেকে। তারপর থেকে রোজ প্রতি ঘণ্টায় বিভিন্ন মার্গী বাড়ীর সদস্যরা (যাদের আগে থেকেই নির্দিষ্ট করা হয়েছে) নিজ নিজ বাড়ীতে এক ঘণ্টা করে কীর্তন করেন। এইভাবে ৬৫ দিন ২ঘণ্টা পর ৭ই জুন তারিখের সকাল ৭টায় এই অবিরাম কীর্তনের কর্মসূচি শেষ হয়।

এই অখণ্ড কীর্ত্তনে যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ গ্রহণ করেছেন তাঁদের প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানান ভুক্তির পক্ষ থেকে ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ কুমার বিশ্বাস।