করোনা সংক্রমণের জন্যে চীনকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রও ট্রাম্পকে সমর্থন করে এবার চীনকে দায়ী করে বোমা ফাটালেন চীনেরই এক তরুণী বিজ্ঞানী প্রাণভয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছেন চীনা বাইরোলজিষ্ট লি-মেং-ইয়ান তিনি এক সময় হংকংয়ে সুকল অব পাবলিক হেলথে সংক্রামক রোগ নিয়ে গবেষণা করতেন সম্প্রতি একটি ব্রিটিশ টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে তরুণী বিজ্ঞাণী ইয়ান জানান চিনের সরকারী ল্যাবেই করোনা ভাইরাস তৈরী হয়েছে এ সংক্রান্ত নথিপত্র তার কাছে আছে এই সংক্রমণ ভাইরাস নিয়ে তিনি চিনকে সতর্ক করেছিলেন, চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্সনকে বিষয়টি জানিয়ে ছিলেন কিন্তু তাতে কোন ফল হয়নি চিন বিষয়টা গোপন্ রাখে ইয়ানকে প্রাণ নাশের হুমকি দেয় তারপরই তিনি চিন থেকে পালিয়ে আসেন
গত জুলাই মাস থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে ইয়ান প্রচার করে যে চিন তাকে খুন করার চেষ্টা করছে ইয়ানের দাবী গত ডিসেম্বরে উহান শহরে এক অজানা বাইরাসের সংক্রমণ নিয়ে গবেষণা করতে গিয়ে জানতে পারেন এই অজানা বাইরাস সাধারণ করোনা বাইরাসের মত হলেও এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশী ও দ্রুত পরিবর্তনশীল তিনি বিষয়টি ঊধর্বতন কর্তৃপক্ষকে জানান তারপর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে বর্তমানে তিনি চিন থেকে পালিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছেন