যদি জানতো

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় শত কষ্ট যন্ত্রণা অপমানের  কাছে হেরে যাননি বলেই আজ ইতিহাসে  তিনি বিদ্যাসাগর---করুণার সাগর৷ যদি জানতো ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে নিজের  সুখ সুবিধা প্রতিষ্ঠার চিন্তাকে বিসর্জন দিয়ে কত অপমান  লাঞ্ছনা মেনে কষ্ট-স্বীকার মেনে নিয়ে, জাপানের  মাটি থেকে ৬০,০০০ -এর এক সৈন্যদল বানিয়ে ব্রিটিশের  বিরুদ্ধে  ভয়ংকর  যুদ্ধ করলেন, ৪০,০০০ সৈন্য মারা গেল, বাধ্য হয়ে তিনি পিছু হঠলেন আর পরোক্ষে সেই বাঘেরই এক থাপ্পড় খেয়ে ইংরেজ পালালো ভারত ছেড়ে---তাঁর নাম নেতাজী সুভাষ৷ যদি জানতো বিশ্ব বিখ্যাত  যন্ত্র শিল্পী আলি আকবর ও রবি  শংকরের গুরু বাবা আলাউদ্দিন ছেলেবেলা থেকেই  শুধুমাত্র যন্ত্র বাজানো, শেখার জন্য কত দিন উপবাসে  থাকতে বাধ্য হয়েছিলেন, কতরাতের  পর রাত না ঘুমিয়ে  সাধনা করেছিলেন, অসম্ভব পরিশ্রম করেছিলেন, লজ্জা ঘৃণা ভয়মুক্ত হয়ে গিয়েছিলেন৷ যদি  জানতো এক সুখ  ঐশ্বর্যভোগের  রাজপুত্র শুধু সত্যকে জানতে  কি যন্ত্রণা দারিদ্র্য অপমান সহ্য করেছিলেন, এখন সারা বিশ্ব তাঁকে প্রণাম করে---তিনি তথাগত বুদ্ধ৷ ক্রিকেটের দুনিয়ার যাদুগর শচীন তেণ্ডুলকর বা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্র্নরকে এই পর্র্যয়ে উঠে আসতে  কি প্রচণ্ড ইচ্ছা-চেষ্টা-একাগ্রতার সাধনা হয়েছিল! এই ইতিহাস যদি  ওরা জেনে ফেলতো, তাহলে ওরা আত্মহত্যার পথে যেত না! এই ওরা মানে কারা?  ঐ যে মেয়ে/ ছেলে পরীক্ষায় ৮০ নম্বরের নীচে স্থান হল কেন তার জন্যে বিষ খেল৷ রিকশাওয়ালা বাবা ১১০০০ টাকার মোবাইল ফোন কিনে দিতে পারলো না, সেই অভিমানে ছেলে গলায় দড়ি দিল৷ কিংবা ‘‘চাষী বাবা’’ ছেলেকে মোটর সাইকেল কিনে দিতে অক্ষম এই কারণে কুয়োতে  ঝাঁপ দিয়ে মরল ছেলেটি! পড়াশোণার সময়ে মোবাইল ফোন নিয়ে মগ্ণ কেন, এই বকাবকির কারণে মেয়েটি পেস্টিসাইড খেয়ে বিদায় নিল৷ যদি  ওরা জানতো মানুষের জীবন অনন্ত সম্ভাবনার  একটা কেন্দ্র৷ ভবিষ্যৎ প্রজন্ম সেই বুঝে এগিয়ে যাক, নোতুন পৃথিবী ওরাই বানাক৷