এন. আর. সি-র মানে কি বাঙালী তাড়াবার কৌশল?
এন.আর,সি সর্বসাকুল্যে তিনটে মাত্র ইংরেজী শব্দের মিলিত রূপ---ন্যাশ্যানাল রেজিষ্টার অব সিটিজেনস্৷ (বাংলা ভাষার এর তর্জমা করলে দাঁড়ায়---নাগরিকপঞ্জীকরণ৷) অর্থাৎ কোন সার্বভৌম রাষ্ট্রে নাগরিকগণের সরকারী মতে বিধিবদ্ধ তালিকা৷ তাই, এর গুরুত্ব ও মাহাত্ম্য দু’টো দিকই যথেষ্ট ওজনদার বলারও অপেক্ষা রাখে না৷ যে কোনো দেশ, রাজ্য বা রাষ্ট্রের পক্ষেই এর নিঁখুত হিসেব-রক্ষণের কাজটা অতি গুরুত্বপূর্ণ, অপরিহার্য তো বটেই৷ রাষ্ট্রের লোকসংখ্যা ও তার হ্রাস বৃদ্ধি, গড়-পড়তা, আয় নির্র্ধরণ, অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ, রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসেব-নিকেশ, উন্নতি-অবনতি ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করতে চাইলে র
- Read more about এন. আর. সি-র মানে কি বাঙালী তাড়াবার কৌশল?
- Log in to post comments