আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত
মহান্ দার্শনিক পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকারের ‘প্রাউট’ দর্শনে বলা হয়েছে, সমাজের প্রতিটি মানুষের যা সর্বনিম্ন প্রয়োজন অর্থাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের গ্যারান্টী দেওয়া সবাইকার জন্যে করাই যে কোনো কল্যাণকামী সরকারের প্রাথমিক কর্তব্য৷ তার মানে কিন্তু সরাসরি প্রত্যেকের গৃহে অন্ন পৌঁছিয়ে দেওয়া বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌছিয়ে দেওয়া সরকারের কর্তব্য নয়৷ আর তা করাটাও সমাজের পক্ষে ভাল নয়৷ প্রাউটে বলাই হয়েছে, প্রতিটি মানুষের সর্বনিম্ন প্রয়োজন মেটাবার দায়িত্ব সমাজের বা সরকারের৷ কিন্তু সরকার যদি এই দায়িত্বের প্রেরণায় প্রেষিত হয়ে প্রত্যেকের গৃহে অন্নপ্রেরণের ব্যবস্থা করে’ প্রত