ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দলগুলো জয়লাভের পর কী কী কল্যাণমূলক কাজ করতে চায় সেগুলির কথা বলতে রথযাত্রা বা কীর্ত্তন দরকার হয় না
নির্বাচনের আসরে তো নানা কায়দা কানুন করে দলগুলো সংখ্যাধিক্য দেখিয়ে শাসনে যায় কেন্দ্রে ও রাজ্যে৷ এটা আমরা তো দেখে আসছি সেই ১৯৫২ সাল থেকে৷ সংবিধানে বলা হয়েছে এদেশ নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র৷ কিন্তু বর্ত্তমানে দেখা যাচ্ছে নির্বাচনের কয়েকমাস আগে থেকে সেই ‘রথযাত্রা’, কীর্ত্তন পরিক্রমা ইত্যাদি করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সম্প্রদায়কে প্রলুব্ধ করে বোটে জেতার ফন্দি ফিকির করার চেষ্টা চালাচ্ছে৷ এতে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অশান্তি পাকাচ্ছে৷ তাছাড়া দলে দলে বিরোধ সৃষ্টি হচ্ছে৷ তাছাড়া সব ব্যাপারে দলগুলো কোর্টে হাজির হয়ে আইনের রক্ষক বিচার বিভাগকে ব্যতিব্যস্ত করছে৷ যেটা বিচার বিভাগও মেনে নিতে পারছেন না৷<