December 2018

ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দলগুলো জয়লাভের পর কী কী কল্যাণমূলক কাজ করতে চায় সেগুলির কথা বলতে রথযাত্রা বা কীর্ত্তন দরকার হয় না

নির্বাচনের আসরে তো নানা কায়দা কানুন করে দলগুলো সংখ্যাধিক্য দেখিয়ে শাসনে যায় কেন্দ্রে ও রাজ্যে৷ এটা আমরা তো দেখে আসছি সেই ১৯৫২ সাল থেকে৷ সংবিধানে বলা হয়েছে এদেশ নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র৷ কিন্তু বর্ত্তমানে দেখা যাচ্ছে নির্বাচনের কয়েকমাস আগে থেকে সেই ‘রথযাত্রা’, কীর্ত্তন পরিক্রমা ইত্যাদি করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সম্প্রদায়কে প্রলুব্ধ করে বোটে জেতার ফন্দি ফিকির করার চেষ্টা চালাচ্ছে৷ এতে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অশান্তি পাকাচ্ছে৷ তাছাড়া দলে দলে বিরোধ সৃষ্টি হচ্ছে৷ তাছাড়া সব ব্যাপারে দলগুলো কোর্টে হাজির হয়ে আইনের রক্ষক বিচার বিভাগকে ব্যতিব্যস্ত করছে৷ যেটা বিচার বিভাগও মেনে নিতে পারছেন না৷<

পণ্ডিচেরী নটরাজ মন্দিরে শিবতত্ত্ব নিয়ে আলোচনা

পণ্ডিচেরী ঃ গত ৩রা ডিসেম্বর পণ্ডিচেরীর সমুদ্র সৈকতে অবস্থিত সুপ্রসিদ্ধ নটরাজ মন্দিরে শিবতত্ত্ব নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি তাঁর বক্তব্যে বলেন, মানব সভ্যতার জনক শিব৷ শিবহীন সভ্যতার কল্পনা অসম্ভব ৷ মানব সভ্যতাকে বাদ দিলেও শিব স্বমহিমায় সমুজ্জ্বল ৷ এই পরমসত্তা বিশ্বসৃষ্টির আদি কারণ৷ যিনি রূপ-রস-গন্ধ-স্পর্শ-শব্দময় জগতে সূক্ষ্মভাবে বিরাজমান, তিনিই শিব৷ সৃষ্টির সমস্ত সৌন্দর্য যাঁর মধ্যে নিহিত তিনি নিত্যকাল ধরে আমাদের সাথে ছিলেন, আছেন ও থাকবেন৷ তিনিই হলেন শিব৷ তিনি সত্যস্বরূপ, সৌন্দর্যস্বরূপ৷ যোগবিদ্যা, বৈদ্যকশাস্ত্র, নৃত্য-গীত

পটমদা ব্লকে অখণ্ড কীর্ত্তন

টাটানগর ঃ গত ৯ই ডিসেম্বর ঝাড়খণ্ডের পটমদা ব্লকের ঝাড়বামণি গ্রামে ৬ঘন্টাব্যাপী ‘‘বাবা নাম র্কেলম্’’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের পর আচার্য মহীদেবানন্দ অবধূত বলেন, ধর্মের প্রকৃত অর্থ ঈশ্বর প্রেম--- ঈশ্বরের প্রতি ভক্তি৷ ধর্মের দৃষ্টিতে সমস্ত মানুষ একই পরমপিতার সন্তান৷ তাই যারা প্রকৃত ধার্মিক তাঁরা জাত-পাত বা সাম্প্রদায়িক বিভেদ মানে না৷

‘চাণ্ডিলে মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠান

চাণ্ডিল ঃ গত ১৪ই ডিসেম্বর ঝাড়খণ্ডের --- চাণ্ডিলে এখানকার বিশিষ্ট আনন্দমার্গী মিঠুন মাহাতোর নবনির্মিত গৃহের---‘গৃহপ্রবেশ’ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য---মহীদেবানন্দ অবধূত৷ শ্রী মিঠুন মাহাত স্থানীয় আনন্দমার্গ সুকলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক৷

অনুষ্ঠানের পর আচার্য মহীদেবানন্দ অবধূত তাঁর ভাষণে উপস্থিত সকলের সামনে বলেন, সকল বস্তুর একটা ভিত্তি থাকা চাই৷ জীবন দৃঢ়ভিত্তিক না হ’লে তা সামান্য পড়েই ভেঙ্গে পড়বে৷ ব্রহ্মভিত্তিই দৃঢ়তম ভিত্তি৷

ভিটামিনের গুণাবলি, প্রয়োজনীয়তা

ভিটামিন–বি কমপ্লেক্স কি শরীরে শক্তি জোগায়?

এন এন এস ঃ কোনো ভিটামিন বা মিনারেলই সরাসরি শক্তি জোগায় না৷ খাদ্যে থাকা শক্তিকে ক্যালরিতে পরিমাপ করা হয়৷ খাদ্যের ভেতর কেবল প্রোটিন, কার্বোহাইড্রেড ও ফ্যাটই ক্যালরি সরবরাহ করার ক্ষমতা রাখে৷ ভিটামিন বা মিনারেলে ক্যালরি বা শক্তি থাকে না৷ কোবাল্ট, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্কের মতো ভিটামিন–বিও শক্তি বের করার জন্যে জরুরি৷ তাই ভিটামিন–বিকে গৌণশক্তি সরবরাহকারী হিসেবে উল্লেখ করা যেতে পারে৷ জেনে রাখা ভালো, শরীরের চাহিদার তুলনায় অতিরিক্ত ভিটামিন–বি গ্রহণ করলেও তা অতিরিক্ত শক্তি বের করায় কোনো ভূমিকাই রাখতে পারে না৷

আলোর গান

শুভ্র ড্যানিয়েল

প্রভাতসূর্য উঠিল জাগিয়া

তোমারই মধুর নামে৷

ধৌত ধন্য হইল ধরণী

নবীন আলোক–স্নানে৷৷

হাসিল পুষ্পিত শাখী

কুঞ্জে গাইল পাখি

মাতিল মধুপ তোমারই নামেতে

ভুলিল মধু পানে৷৷

তোমারই নামেতে আজই

দ্যুলোকে ভূলোকে গভীর পুলকে

বাঁশরি উঠিল বাজি’৷৷

ঘুচিল অন্ধকার

খুলিল বন্ধ দ্বার –

নিখিল–হৃদয় হরষে দুলিল

তোমারই নামগানে৷৷

হৃদয়ের আনন্দ তুমি

কৃষ্ণা দাস

হৃদয়ের আনন্দ তুমি মীরার মনোমোহন

জীবনের স্পন্দন তুমি শ্রীমতীর নন্দনন্দন৷

    আঁধার রাতের ইন্দু তুমি নয়নের মুগ্ধতা

    লক্ষ্যহীনার লক্ষ্য তুমি মননের পবিত্রতা৷

কুসুমের সুবাস তুমি বাণী গানে

শূন্য হিয়ার পূর্ণতা তুমি প্রকাশ প্রাণে৷৷

    চাতকীর তরে নীর তুমি প্রদীপের শিখা

    ভোরের অরুণ তুমি লেখনীর লেখা৷

রাজার রাজা তুমি জীবনের মুখরতা

কণ্ঠের বাণী তুমি, তুমিই প্রাণের দেবতা৷৷

সুখে দুখে ধরি বুকে

শিবরাম চক্রবর্তী

তোমার লাগি আমার জীবন

     করেছি সমর্পণ

ঝড়-ঝঞ্ঝা আঁধার রাতে

     ভয় করিনা এখন৷

জীবন তরী বাইতে হবে

     এ তো আমার জানা

সুখ দুঃখ সাথী করে

     তোমায় ভুলবো না না৷

হতাশা যখন মনে আসে

     একটু তোমার ছোঁয়া

ভালবেসে দিলে আমায়

     জীবন হয় যে ধোয়া৷

আনন্দের মূর্ত্তিতে তুমি

     যেই দাও বরাভয়

তারই ধ্যানে চিত্ত আমার

     হয় আনন্দময়৷

গাছ আমাদের প্রাণ

দেবীকা পাল

বাড়ছে তাপ, গলছে বরফ,

গাছ লাগালে বাঁচবে জগৎ৷

গাছ লাগালেই হবে না ভাই

গাছ বাঁচানো চাই৷

এ জগতে গাছের কোনও

বিকল্প যে নাই৷

তাই তো বলি গাছ কেটো না

গাছকে রাখো ধরে

নাহলে ভাই লক্ষ্মী সোণা

বাঁচবে কেমন করে৷

ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হতে পারেন আফ্রিকার প্রাক্তন  ক্রিকেটার হার্শেল গিবস্

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যাণ্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারতীয় দল৷ সিনিয়র ক্রিকেটার মিতালি রাজকে ওই ম্যাচে বাদ দেওয়া হয় এরফলে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয় সেই বিতর্কে জড়িয়ে পড়েন বর্তমান কোচ রমেশ পাওয়ার ও অধিনায়ক হরমনপ্রীত কৌর৷ রমেশ পওয়ারের চুক্তি আর নবীকরণ হয়নি৷

ফলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য নোতুন কোচ নির্র্বচন করতে এখন নেমেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)৷ দেশ-বিদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচ ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন. তবে সেই তালিকায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবসের নাম নিয়েই ক্রীড়ামহলে বেশি চাঞ্চল্য৷