প্রভাতসঙ্গীত
(১)
মধুর চেয়েও আরো মধুর আমার বাংলা ভাষা,
আমার প্রাণের ভাষা৷
শিরার স্রোতে ধমনীতে রক্তে মর্মে মেশা৷৷
ওষ্ঠে যখন এল হাসি, নাবল চোখে আলোর রাশি
বলেছিলুম কোলে বসি মা তুমি ক্লেশ নাশা৷৷
অনাদরে অবহেলায় তোমারে মা আজ কে কাঁদায়
জীর্ণবাসে ধূলায় লুটায় যে মোর সকল আশা৷
(২)
বাংলা আমার দেশ, বাংলাকে ভালবাসি
বাংলার দুঃখে কাঁদি বাংলার সুখে হাসি৷
বাংলার ভাইবোনেরা মোর খেলারই সাথী
বাঙালীর হিয়া অমরা ঢেলে যায় প্রীতিনীতি
বাংলার ফুল ফল জল প্রভাতের স্মিত শত দল৷
যুগান্তরের নিরাশার কুযাশা দিক নাশি