শিলিগুড়িতে আনন্দমার্গের সেমিনার
শিলিগুড়ি ঃ গত ৮, ৯ ও ১০ মার্চ শিলিগুড়িতে আনন্দ- মার্গের এক সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ এটি ছিল আনন্দমার্গের সেকেণ্ড ডায়োসিস স্তরের সেমিনার৷ এই সেমিনারে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন ব্লক থেকে দুই শতাধিক আনন্দমার্গী এই সেমিনারে যোগদান করেন৷ সেমিনারে মুখ্য প্রশিক্ষক হিসেবে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত আনন্দমার্গের আধ্যাত্মিক ও সমাজিক-অর্থনৈতিক দর্শন ‘প্রাউট’-এর ওপর বিস্তারিত আলোচনা করেন৷ তিনি আনন্দমার্গের অষ্টাঙ্গিক যোগ সাধনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন---যোগ সাধনার নিয়মিত অভ্যাসের দ্বারাএকজন শারীরিক সুস্থতা, দুর্বার মনঃশক্তি অর্জন করে ও আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারেন৷ য