বিজন সেতুর পৈশাচিক হত্যাকাণ্ড প্রসঙ্গে
১৯৮২ সালের ৩০শে এপ্রিল ভারতের সংস্কৃতির পীঠস্থানরূপে পরিচিত কলকাতার কসবা এলাকায় বিজন সেতুর ওপরে তলায় ও অনতিদূরে বুন্দেল গেটে একই সঙ্গে ৩জায়গায় কলকাতার আনন্দমার্গের সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের ওপর নৃশংসভাবে আক্রমণ চালানো হয়৷ এতে ১৬জন সন্ন্যাসী ও ১ জন সন্ন্যাসিনীকে একদল গুন্ডাবাহিনী পৈশাচিকভাবে হত্যা করে৷
কে বা কারা ওই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছিল? ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সেই প্রশ্ণের উত্তর দিয়ে এই নিবন্ধটি লিখেছিলেন আচার্য ত্র্যম্বকেশ্বরানন্দ অবধূত৷ তিনি এখন আমাদের মধ্যে নেই কিন্তু তাঁর এই তথ্য সমৃদ্ধি বিশ্লেষণাত্মক নিবন্ধটি পাঠকদের সামনে তুলে ধরছি৷
- Read more about বিজন সেতুর পৈশাচিক হত্যাকাণ্ড প্রসঙ্গে
- Log in to post comments