হাওড়া ষ্টেশনে টিকিট কালেক্টরের হাতে বাঙালী ছাত্র নির্যাতিত
হাওড়া ঃ গত ৯ই এপ্রিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তিন ছাত্র বাঁকুড়া থেকে ট্রেনে করে দুপুর বারোটা নাগাদ হাওড়া ষ্টেশনে এসে নামেন৷ তাদের কাছে বৈধ টিকিট থাকা সত্ত্বেও এক অবাঙালী টিকিট পরীক্ষকের হাতে ওই তিন ছাত্র নির্যাতিত হয়৷ টিকট পরীক্ষক তাদের টিকিট চাইলে তাদের টিকিট বের করতে একটু সময় লাগে৷ তাদের মধ্যে একজন ছাত্র (ধ্রুবজ্যোতি প্রধান) বলে---একটু দাঁড়ান টিকিট দিচ্ছি৷ কিন্তু টিকিট পরীক্ষক কোনও সময় না দিয়েই ধ্রুবজ্যোতিকে চড়, থাপ্পড় মারতে শুরু করে৷ ছাত্ররা প্রথমে থতমত খেয়ে যায়৷ কিছু পরে তারা টিকিট বের করে দেখালে তাদের ছেড়ে দেয়৷ স্কুলে ফিরে ছাত্ররা স্কুল কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানালে তারা রেল দপ্তরে