পরিবেশ দূষণ
স্নিগ্দ বায়ুতে দোলা দিয়েছিল
সবুজ পাতার ছোঁয়া৷
সেই বায়ুকে করেছে মলিন
নগরায়ণের ধোঁয়া৷
গাছের জন্য মানুষ আজও
পৃথিবীতে আছে ঠিকই
গাছ কেটে তবু নিষ্প্রাণ করে
মানুষই পৃথিবীকে৷
গাছ মানুষের শ্রেষ্ঠ বন্ধু
গাছ ধরণীর প্রাণ,
তবু লোভী মানুষের থেকে
নেই তার পরিত্রাণ৷
সভ্য থেকে সভ্যতর হচ্ছে
আজ মানুষ,
পৃথিবীর অস্তিত্ব রক্ষায় তবু
নেই তার হুঁশ৷
ধবংস হচ্ছে নির্মল পরিবেশ
বিষাচ্ছে বাতাস,
মানুষের অত্যাচারে হচ্ছে আজ
জৈব বৈচিত্র্য হ্রাস৷
- Read more about পরিবেশ দূষণ
- Log in to post comments