হুগলীর শ্রীরামপুরে আনন্দমার্গের ব্লক লেবেল সেমিনার ও তত্ত্বসভা
গত ১৫ই সেপ্ঢেম্বর হুগলীর শ্রীরামপুরে ব্লক লেবেল সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত, বাবানাম কেবলম মহামন্ত্র কীর্ত্তন, সাধনা ও স্বাধ্যায়ের পর সেমিনার কার্যক্রম শুরু হয়৷ আনন্দমার্গ, প্রাউট ও আধ্যাত্মিকতাভিত্তিক জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করেন হুগলীর ডায়োসিস সেক্রেটারী আচার্য সুবিকাশানন্দ অবধূত, প্রবীণ তাত্ত্বিক শ্রী প্রভাত খাঁ ও শ্রী জ্যোতিবিকাশ সিন্হা৷ সেমিনারের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শ্রী শম্ভুনাথ গুঁই৷ প্রায় ৩৫ জন আনন্দমার্গী দাদাদিদিগণ উপস্থিত হয়ে সেমিনার অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন ও আধ্যাত্মিক ভাবতরঙ্গে নিজেদের উদ্বুদ্ধ করেন৷