লীলাময়
কোন্ সে অনাদিকালে লীলাচ্ছলে---
অসীম তুমি, ধরা দিলে বৈচিত্র্যের সীমায়
প্রকৃতির গণ্ডী এঁকে নিলে বিরাট ভূমাসত্ত্বায়৷
রস-সমুদ্রে সত্ত্ব-রজঃ-তমের গুণবন্ধনে
সঞ্চরের পথ ধরে’ সৃষ্ট হ’ল জগৎ
ক্ষিতি-অপ-তেজ-মরুৎ-ব্যোম৷
প্রকৃতির প্রচণ্ড উগ্রতায় আরও
বাঁধতে চাইলে তোমায় আষ্টেপৃষ্ঠে,
শুভারম্ভ প্রতিসঞ্চরের পালা, জডস্ফোটে৷
সর্জনকেন্দ্রে নিহিত শক্তির প্রাবল্যে
জাগলো প্রাণের স্পন্দন---
বিকশিত এককোষী থেকে বহু-বহুকোষী অবয়ব৷
প্রবহমান বিবর্তনের ধারা বেয়ে
উজ্জীবিত উন্নত মননের উন্মেষ---
- Read more about লীলাময়
- Log in to post comments