এক দেশ এক ভাষা---প্রতিবাদে উত্তাল দক্ষিণ পূর্ব
হিন্দী ভাষা দিবসে হিন্দী ভাষার মাধ্যমে দেশকে এক সূত্রে বাঁধার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তিনি বলেন---একমাত্র হিন্দীই পারে দেশকে এক সূত্রে বাঁধতে৷
তাঁর এই বক্তব্যে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ বিশেষ করে দক্ষিণ ও পূর্ব ভারত ক্ষোভে ফেটে পড়েছে৷ দক্ষিণের অভিনেতা নেতা কমল হাসান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন---ভাষার ওপর আঘাত হানলে আন্দোলনের ব্যাপ্তি অনেক বড় আকার ধারণ করবে৷ আমরা সব ভাষাকেই সম্মান করি, কিন্তু মাতৃভাষার ওপর আঘাত আমরা সহ্য করব না৷