February 2020

জানার কথা

 

e             এক পাউণ্ড খাবার তৈরী করতে গাছের একশো পাউণ্ড বৃষ্টির জল লাগে৷

e             মানুষ নিজের কনুইয়ে কামড় দিতে পারে না৷

e             শামুক পা দিয়ে নিঃশ্বাস নেয়৷

e             মউমাছির চোখ পাঁচটি৷

e             শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ৷

e             গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখেই পাঁচটি গ্রহ দেখে নিয়েছিল৷

আবিষ্কার---আবিস্কারক

l              ইকমিক কুকার---

               ভারতের ডঃ ইন্দুভূষণ মল্লিক

l              নাইলন-আমেরিকার ওয়ালেস

কবি নবীনচন্দ্র

প্রণবকান্তি দাশগুপ্ত

বিষাদের স্মৃতি ঘেরা পলাশীর ক্ষেত্র

স্মরণে অশ্রুতে আজও ভরে দুই নেত্র৷

বাঙালীর ভাগ্যের সকরুণ ছবি---

পলাশীর যুদ্ধে তুমি এঁকে গেছ কবি৷

মরেনি মোহনলাল---আজও আছে বেঁচে

ভারতমাতার লাগি প্রাণ দেয় যেচে৷

পৃথিবী নিষ্ঠুর অতি সংগ্রামে মগন,

বলেছিলে তাই তুমি হইবে স্থাপন---

এক জাতি এক ধর্ম---নীতির শাসন

সমগ্র মানব প্রজা রাজা নারায়ণ৷

মাঘের বাতাসে আজ বড় খুশী জাগে

প্রণমি তোমায় মোরা শ্রদ্ধা-অনুরাগে৷

প্রকৃতির পাঠশালা

জয়তী দেবনাথ (অষ্টম শ্রেণী)

পাঠশালাতে প্রতিদিন তো  অনেক কিছুই শিখি

চলনা আজ অন্যভাবে একটু ভেবে দেখি৷

পাঠশালা তো হতে পারে মুক্ত হাওয়ার মাঝেও

ছাত্র আমরা হতে পারি এই প্রকৃতির কাছেও

পাহাড় শেখায় নিজেকে খুবই উঁচু করে গড়তে

নদীর স্রোত শেখায় সদাই সকল বাধায় লড়তে৷

শ্যামল ওই তরুলতা শেখায় সতেজ থাকতে

মাটি শেখায় সকল বাধায় ধৈর্য ধরে রাখতে৷

আকাশ শেখায় তার মতই মনটা বড় করতে

বৃক্ষ শেখায় গরল নাশি সুধায় জগত ভরতে৷

বায়ু বলে চলার পথে সবায় আলোড়িত কর

বর্ষা শেখায় এই ধরণী শ্যামল আভায় ভরো৷

নবভারত

সুপর্ণা মজুমদার

পূর্ব গগণে উঠেছে অরুণ

               তরুণ ভারত জাগো,

ঘুমিয়ে থেকো না অলস নিদ্রায়

               একতার ছবি আঁকো৷

দেশকে যারা করেছে খণ্ড

               অন্তর কলহ দ্বন্দ্বে,

চিহ্ণিত কর তাদের তোমরা

               হাত রেখে সহদর স্কন্ধে৷

স্বার্থের তাগিদে দেশকে যারা

               শোষণ করে তিলে তিলে,

কালিমার টিকা এঁকে দাও তোমরা

               তাদের কপোল তলে৷

ধবজা উড়িয়ে যারা মায়ের

               স্বাধীনতার গান গায়,

তাদের শাসনে জনতা এখনও

               পরাধীনতার গ্লানি বয়৷

নাছোড়বান্দা চাটুকার

পৃথিবীর সব দেশেই, এমনকি সব শহরেই কিছু

                  সংখ্যক খুশামুদে ও উন্নত মানের অনারারী  

               মুসাহিব আছে৷ মাইনে পাওয়া মুসাহিবদের চেয়েও অনারারী মুসাহিবেরা আরও ক্ষেশী মুসাহিক্ষী করে থাকে৷ একটা গল্প বলি শোনো–

ভারতীয় অনুধর্ব-১৯ দলের বিরুদ্ধে সেমিফাইনালে দাঁড়াতেই পারল না পাকিস্তান---ম্যাচের সেরা এক ফুচকা বিক্রেতা

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার  পোচেস্ট্রমে যুব বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে দিল ভারত৷ প্রথমে বোলারদের দাপটে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১৭২ রানে৷ এরপরে  যশস্বী ও দিব্যাংশ সাক্সেনার দাপটে কোনও উইকেট না হারিয়ে প্রায় ১৫ ওভারের মধ্যে  ম্যাচ ভারতের পক্ষে করে নেয়৷ ১০৫ রানে অপরাজিত থাকেন যশস্বী৷ দিব্যাংশের সংগ্রহ ৫৯৷

আনন্দমার্গ স্কুলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বাগনান ঃ বাগনান চালিধাউড়িয়া আনন্দমার্গ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২৫শে জানুয়ারী৷ সকাল ১০টায় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতা শুরু হয়৷ পতাকা উত্তোলন করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এরপর তিনি সংক্ষিপ্ত ভাষণে বলেন প্রতিটি ছাত্রের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের জন্যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধূলা ও সাংসৃকতিক চর্চারও প্রয়োজন৷ আনন্দমার্গ স্কুলের বৈশিষ্ট ছাত্রদের শুধু পুঁথিগত শিক্ষাই নয়, ছাত্র-ছাত্রার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের দিকটাও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়৷

নিকোলাসের দাপটে ভারতের হার

প্রথম এক  দিনের ৫০ ওভারের জেতা ম্যাচ হাতছাড়া হ’ল ভারতের৷ প্রথমে ব্যাট করে টীম ইণ্ডিয়া ৩৪৮ রান তোলে৷ হ্যামিলটন সেডান পার্কের ব্যাটিং সহায়ক পীচে নিউজিল্যাণ্ড চেনা পরিবেশে ভারতের বিশাল রান তাড়া করতে সফল হয়৷ বড় রান তাড়া করে ভারতকে হারানোর পরে কিউই তারকা রস টেলার বলেন---তাদের টি-২০ দলের চেয়ে ওয়ান ডে-র দল অনেক ভাল চাপ সামলাতে পারে, সেটা এই ম্যাচেই প্রমাণিত৷ 

বিরাট কোহলির ধারণা এদিন ভারতীয় বোলাররা ব্যর্থ হওয়ায় নিউজিল্যাণ্ড ম্যাচ জিতে নিয়েছে৷ আগামী ম্যাচেই ভারত ঘুরে দাঁড়াবে৷

বাংলায় ২০ শতাংশ নম্বর চাই

রাজ্য বিধানসভায় জাতি-ধর্ম- নির্বিশেষে ভূমিপুত্রদের জন্যে চাকরীতে সংরক্ষণের দাবী করলেন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য৷ এর জন্যে তিনি বিধানসভায় একটি বিল আনার আবেদন করেন৷ সেই সঙ্গে তাঁর দাবী চাকরীর পরীক্ষায় বাংলায় ২০ শতাংশ নম্বর পেতেই হবে এমন ব্যবস্থা হওয়া দরকার৷

৩রা মার্চ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

আগামী ৩রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে৷ পরীক্ষা শুরু হবে ১২ই মার্চ৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে৷