February 2020

ফাঁসী নয়, গুলি করুন

‘পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শোষণের দিন ফুরিয়ে আসছে৷ এ সংগ্রাম আমরা শুরু করিনি, আমাদের জীবন অবসানের সঙ্গে সঙ্গে এ সংগ্রাম শেষ হয়েও যাবে না৷ ইতিহাসের অমোঘ নিয়মে বর্তমান বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এ সংগ্রাম অনিবার্যভাবে গড়ে উঠেছে৷ আমাদের মৃত্যুতে আত্মদানের পুষ্পমাল্যে আর একটি নতুন ফুল গাঁথা হবে৷ যতীন দাসের অতুলনীয় আত্মদান, ভগবতী চরণের হৃদয় বিদারক অথচ মহান আত্মদান ও আমাদের সংগ্রামী সাথী আজাদের গৌরবময় আত্মদান ইতিমধ্যেই আত্মদানের পুষ্পমাল্যটিকে বর্ণোজ্জ্বল করেছে৷

বাজেটে বাঙলার সঙ্গে তামাশা রেল প্রকল্প নিয়ে

বাজেটে বাঙলার সঙ্গে বঞ্চনার চিত্রটা আগেই ফুটে উঠেছে৷ এবার রেল প্রকল্পে শুধু বঞ্চণা নয় চূড়ান্ত তামাশা করেছে কেন্দ্রীয় সরকার বাঙলার সঙ্গে৷ ৫ই ফেব্রুয়ারী রেলের জোনাল ভিত্তিক প্রকল্পের পিঙ্ক বুক প্রকাশিত হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে বাঙলার বিভিন্ন রেল প্রকল্পের জন্য মাত্র এক হাজার টাকা করে বরাদ্দ হয়েছে৷ রাজ্যের ২০টি নতুন রেল লাইন প্রকল্পে এক হাজার টাকা, ১০-টার বেশী ডবল লাইন নির্মাণ প্রকল্পেও তাই৷ গজ পরিবর্তনের ৫টি প্রকল্পেও এক হাজার টাকা করে বরাদ্দ৷ এভাবে রাজ্যের আরও বেশ কয়েকটি প্রকল্প নিয়ে বাঙলার সঙ্গে কেন্দ্রীয় সরকার তামাশা করেছে৷ ধনেখালি পর্যন্ত সম্প্রসারণ সহ তারকেশ্বর, জয়রামবাটী, বিষ্ণুপুর, আর

মাধ্যমিকের অ্যাডমিট বিলি হবে ৮ই ফেব্রুয়ারী

আগামী ৮ই ফেব্রুয়ারী থেকে মাধ্যকি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিলি করা হবে৷ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি জেলার ক্যাম্প অফিস থেকে এই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে৷ ৫ই ফেব্রুয়ারী এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্ষদের পরীক্ষা বিভাগের উপসচিব বলেন---ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে জেলার ক্যাম্প অফিসে এসে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে৷ অ্যাডমিট কার্ডে কোন ভুল থাকলে ১৫ই ফেব্রুয়ারীর মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিসে লিখিতভাবে জানাতে হবে৷

বাঘের শাস্তি

বাঘ নিয়ে শোরগোল গোয়া বিধানসভায়৷ মাসাধিক কাল গোয়ার মহাদায়ী অভয়ারণ্য সংলগ্ণ গ্রামগুলিতে  বাঘের আক্রমণে গোরু-মহিষ ইত্যাদি গবাদি পশু মারা পড়ছিল৷ গ্রামবাসীরা প্রথমে সন্দেহ করেছিল বুনো বেড়ালের কাজ এগুলো৷ কিন্তু অভয়ারণ্যের ভেতর থেকে এক বাঘিনী ও তার তিনটে শাবককে মৃত অবস্থায় পাওয়া যায়৷ বন কর্মীদের ধারণা গ্রামবাসীরা বিষ দিয়ে এদের মেরেছে৷ এর পরেই জানা যায় বাঘের আক্রমণে গবাদি পশু মারা যাচ্ছে৷ বিষয়টি গোয়া বিধানসভায় উঠলে বিধানসভার এন.সি.পি বিধায়ক চার্চিল আলেমাও প্রস্তাব তোলেন গোহত্যার অভিযোগ যদি মানুষকে সাজা পেতে হয় তবে গো হত্যার জন্যে বাঘকেও উপযুক্ত শাস্তি দিতে হবে৷ তার এই প্রস্তাব শুনে সভায় শোরগোল পড়ে৷

আরও একটি রাজ্যে সি.এ.এ বিরোধী প্রস্তাব পাশ

এবার মধ্যপ্রদেশ সরকারও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করল বিধানসভায়৷ ৫ই ফেব্রুয়ারী মধ্যপ্রদেশ বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়৷ যদিও বিজেপি বিধায়করা প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন৷ রাজ্যের আইনমন্ত্রী পি.সি.শর্মা বলেন---কংগ্রেসের ঘোষিত নীতি মেনে আমরা বিধানসভায় এই প্রস্তাব পাশ করিয়েছি৷ এর আগে কেরল, পঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গে এই প্রস্তাব পাশ হয়৷

আনন্দনগরে ভ্রমণার্থীদের ভীড়

১৫ জনের একটি ভ্রমণার্থী দল  সম্প্রতি ১২ থেকে ১৫ই জানুয়ারী  পুরুলিয়ায় অবস্থিত বিশ্বের প্রাণকেন্দ্র ‘আনন্দনগরে’ ভ্রমণ করতে আসেন৷ তারা আনন্দনগরে  বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করেন এছাড়া আনন্দনগরের বিভিন্ন প্রোজেক্ট পরিদর্শন করে অত্যন্ত আনন্দিত  হন৷ এখানকার দূষণমুক্ত পরিবেশে তারা অত্যন্ত আনন্দ উপভোগ করেন ও তারা অবাক হয়ে যান যে এখনও পর্যন্ত দূষণমুক্ত প্রাকৃতিক সৌন্দর্য্য পরিবেশিত এমন স্থান আছে৷ আনন্দনগর পরিভ্রমণ করে ভিসিটবুকে উচ্ছ্বসিত প্রশংসা করে লেখেন ৷  আবারও  তাঁরা  আনন্দনগরে  আসবেন বলে আশা প্রকাশ করেছেন৷ উল্লেখ্য যে প্রতিমাসেই দেশের বিভিন্ন স্থান থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আনন্দনগরে

কীর্ত্তনীয় সদাহরি

১২ই জানুয়ারী বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মার্গগুরুদেবের বাসভবনে ভোর ৩টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তমার্গী মার্গগুরুদেবের বাসভবন মধুমাধবীতে  উপস্থিত হয়ে কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন পরিবেশন করেন শ্রীপার্থসারথী পাল, শ্রীমতীরাজলক্ষ্মী বণিক, আচার্য রাজেশ ব্রহ্মচারী প্রমুখ৷ কীর্ত্তন শেষে সাধনার পর স্বাধ্যায় করেন শ্রী বরুণ বণিক৷ আনন্দমার্গের আদর্শ ও ভক্তিতত্ত্ব নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও শ্রীশোক মণ্ডল৷ সবশেষে বিষ্ণুপুর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য মানসরঞ্জনানন্দ অবধূত স্কুলের ছাত্রছাত্রাদের ন

কোচবিহারে অখণ্ড কীর্ত্তন

গত ১৯শে জানুয়ারী কোচবিহারের ভুক্তিপ্রধান শ্রী বাসুদেব মল্লিকের বাসভবনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা ব্যাপী অখণ্ড ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ উত্তরবঙ্গের বহু ভক্তমার্গী এই কীর্ত্তনে উপস্থিত হয়ে ভক্তিরসে প্লাবিত হন৷ পরিশেষে কীর্ত্তন মাহাত্ম্য ও ভক্তিতত্ত্বের ওপর বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷

শ্রাদ্ধানুষ্ঠান

গত ১৩ই জানুয়ারী উত্তর দিনাজপুরের চোপড়ার চারঘরিয়ার বিশিষ্ট আনন্দমার্গী ও সমাজ আন্দোলনের একনিষ্ঠ কর্মী শ্রীপ্রেমলাল সিন্হার শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয় তাঁরই বাসভবনে৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ও আনন্দমার্গের সমাজশাস্ত্র সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ এছাড়াও বক্তব্য রাখেন আচার্য প্রাণেশ ব্রহ্মচারী, অবধূতিকা আনন্দ বিশিষ্টা আচার্যা, অবধূতিকা আনন্দ অনিন্দিতা আচার্যা, শ্রীকালীপদ দেবনাথ ও নৃপেন সিন্হা প্রমুখ৷

মেদিনীপুর আনন্দমার্গ স্কুলে নেতাজী জন্মদিবস উদ্যাপন

মেদিনীপুর শহরে কেরাণীটোলায় অবস্থিত আনন্দমার্গ স্কুলে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয় নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ প্রথমে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷ এরপরে একে একে ছাত্রছাত্রারা পুষ্পার্ঘ্য প্রদান করে নেতাজীকে শ্রদ্ধা জানায়৷ নেতাজীর জীবনাদর্শ সম্পর্কে সংক্ষেপে বলেন আচার্য প্রজ্ঞাবোধানন্দ অবধূত৷ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রাদের নিয়ে শুরু হয় নেতাজী বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতা৷ ছাত্রছাত্রাদের ৩০টি প্রশ্ণ করা হয়৷ সঠিক উত্তরদাতাদের পুরস্কার প্রদান করা হয়৷ সবশেষে শোভাযাত্রায় সামিল হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রা, শিক্ষক ও অভি