February 2020

এন আর সি নিয়ে কেন্দ্রের দ্বিচারিতা

‘গোটা দেশে এন আর সি নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি৷’ লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী৷ এর আগে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর প্রধানমন্ত্রীও বলেছিলেন একই কথা৷ ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ বলেন---নির্বাচনে টাল খেলেই এন.আর.সি.-র সিদ্ধান্ত নিয়ে টলে যান বিজেপি নেতা মন্ত্রীরা৷ দেশের মানুষের সঙ্গে এন.আর.সি নিয়ে প্রতারণা করছে বিজেপি৷

 

আনন্দনগর সংবাদ

১৫ই জানুয়ারী, কপিল মেলা-- প্রতি বছরের মত পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মহা সাড়ম্বরে কপিল মেলা উৎসব উদ্যাপন হয়৷ এই দিনটিতে পাট ঝালদা গ্রামে মহর্ষি কপিল মুনির আবির্ভাব হয়েছিল৷ ওই দিনটিতে সাগরমেলাতেও দেশের বহু সাধুসন্ত, মুনীঋষিগণ উপস্থিত হন৷ কিন্তু মহর্ষি শ্রীপ্রভাতরঞ্জন সরকার তথা আনন্দমূর্ত্তিজী ‘সভ্যতার আদিবিন্দু রাঢ়’ গ্রন্থে এর ঐতিহাসিক দিক উল্লেখ করেছেন৷ এ বছরও পৌষ সংক্রান্তিতে আনন্দনগর তথা ঝালদার মার্গী দাদা-দিদি, সন্ন্যাসী-সন্ন্যাসিনীবৃন্দ তাঁর জন্মস্থানে উপস্থিত হয়ে তাঁর জন্মদিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করেন৷ তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনার পর আচার্য প্রজ্ঞাধীষানন্দ অবধূত স্বাধ্যা

পুরুলিয়ায় ২৩শে জানুয়ারী পালিত হ’ল

২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে পুরুলিয়া জেলা আমরা বাঙালী কার্যালয় ‘জাগ্রত রাঢ় ভবন’ থেকে একটি বর্ণাঢ্য মিছিল রাঁচী রোড হয়ে কালীতলায় অবস্থিত সুভাষচন্দ্র বসুর মর্মরমূর্ত্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা সচিব লক্ষ্মীকান্ত মাহাত, মানস রায়, অশোক সিং দেও, পশুপতি মাহাত, ঠাকুরদাস কিসকু, রেখা মাহাত, নাগেশ্বর মাহাত, অবিনাশ সরেন প্রমুখ৷ ঝালদা জেলা সচিব পশুপতি মাহাত ঝালদা ১ নং ব্লক থেকে নেতাজীর মূর্ত্তি সহ  একটি সুসজ্জিত ট্যাবলো ঝালদা, কোটশিলা, জয়পুর হয়ে পুরুলিয়ায় বর্ণাঢ্য মিছিলে সামিল হয়৷ ঝালদা, কোটশিলা, জয়পুরেও নেতাজী মূর্ত্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন ক

মার্গীয় বিধিতে বিবাহ

গত ১৬ই জানুয়ারী বোলপুর নিবাসী মনমোহন গরাইয়ের পুত্র শ্রীমান দেবপ্রসাদের সহিত রামপুরহাট সাকীরপুরের বংশীধর মণ্ডলের কন্যা পূজা মণ্ডলের বিবাহ মার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ বিবাহ অনুষ্ঠান পরিচালনা করেন পাত্রপক্ষে আচার্য প্রসূনানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ প্রজ্ঞাধীশা আচার্যা৷ বিবাহ অনুষ্ঠানের পূর্বে আনন্দমার্গের সমাজশাস্ত্র ও দর্শন বিষয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷

শ্রাদ্ধানুষ্ঠান

হাওড়ার আন্দুলের ডাঃ অমিত দাশগুপ্ত একজন মুক্ত মনের মানুষ৷ সম্প্রতি তাঁর পিতৃদেবের জীবনাবসান হয়৷ তিনি তথাকথিত প্রচলিত প্রথা বাদ দিয়ে আনন্দমার্গের চর্যাচর্য বিধি মেনে তাঁর পিতৃদেবের শ্রাদ্ধানুষ্ঠান নিজের বাড়ীতে গত ১লা ফেব্রুয়ারী সম্পন্ন করেন৷ এই শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এছাড়া স্থানীয় বেশ কয়েকজন মার্গী ভাইবোন উপস্থিত ছিলেন৷ উপস্থিত বহু মানুষ এই শ্রাদ্ধানুষ্ঠের প্রশংসা করেন৷

আনন্দমার্গ স্কুলে নেতাজী জয়ন্তী

গত ২৩শে জানুয়ারী স্বাধীনতা সংগ্রামের মহান যোদ্ধা নেতাজী সুভাষচন্দ্রের ১২৪-তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় চুঁচুড়া আনন্দমার্গ স্কুলে৷ এই উপলক্ষ্যে স্কুলের ছাত্রছাত্রারা পরিবেশন করে দেশাত্মবোধক সঙ্গীত, নেতাজী সংক্রান্ত কবিতা পাঠ, প্রবন্ধ পাঠ ও শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত সমাজচেতনামূলক সঙ্গীত৷ আকর্ষণের বিষয় ছিল নেতাজী সংক্রান্ত ক্যুইজ প্রতিযোগিতা৷ ছাত্র-ছাত্রা, শিক্ষকবৃন্দ অভিভাবক-অভিভাবিকা সকলেই গভীর শ্রদ্ধার ঙ্গে নেতাজীর জন্মদিবস পালন করেন৷ অনুষ্ঠানের পরিকল্পনা ও সঞ্চালন করেন স্নেহময় দত্ত, ক্যুইজ ও সঙ্গীত পরিচালনা করেন তপোময় কুণ্ডু৷ সহযোগিতায় ছিলেন, রঞ্জন দে, বাবাই দাস, মান

হাওড়ায় ভুক্তি সম্মেলন

সম্প্রতি হাওড়া জেলার ভুক্তিসম্মেলন অনুষ্ঠিত হয় রাণীহাটি আনন্দমার্গ আশ্রমে৷ সম্মেলনে জেলার সাংঘটনিক পরিকাঠামো মার্গীয় আচার-আচরণ ও আগামী দিনের বিভিন্ন কর্মসূচী বিষয়ে আলোচনা করা হয়৷ আলোচনায় অংশগ্রহণ করেন ডায়োসিস সেক্রেটারী আচার্য সুবিকাশানন্দ অবধূত, আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত, ভুক্তিপ্রধান সুব্রত সাহা ও  অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা, অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা প্রমুখ৷ সম্মেলন শেষে দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় ও স্থানীয় গাববেড়িয়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়৷

মেডিকেল ক্যাম্প

সম্প্রতি বাগনান জ্যোৎ বীরেশ্বরপুরে অমল ঘোষ, গোবিন্দ ভৌমিক ও জয়দেব কাঁড়ারদের প্রচেষ্ঠায় ও সুব্রত সাহার উদ্যোগে একটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ প্রায় দেড় শতাধিক রোগীকে চিকিৎসা করে বিনা পয়সায় ঔষধ দেওয়া হয়৷ ডাক্তার ছিলেন ডাঃ চাঁদমোহন পাল, ডাঃ শ্যামাপদ হালদার সহযোগীতায় ছিলেন মহাব্রতদেব৷ অনুরূপ আর একটি মেডিকেল ক্যাম্প  উলুবেড়িয়া তুলসি বেড়িয়ায় আয়োজন করা হয়েছিল৷ সেখানেও বেশ কিছু রোগীকে চিকিৎসা করা হয় ও ঔষধও দেওয়া হয়৷

আনন্দমার্গের বুকষ্টল

উলুবেড়িয়ার তুলসী বেড়িয়ায় গ্রামীন মেলা উপলক্ষ্যে একটি আনন্দমার্গ প্রকাশনের পক্ষ থেকে বুকস্টলের আয়োজন করা হয়৷ সুব্রত সাহা,জয়দেব কাঁড়ার , গোবিন্দ ভৌমিক ও অমল ঘোষের সহযোগীতায় উক্ত মেলায়  বহু মানুষ আনন্দমার্গের বই কেনে ও ব্যাপকভাবে  মার্গের  প্রচার করা হয়৷