আচার্য সাত্যাশিবানন্দ অবধূত
রবীন্দ্রনাথ বলেছেন --- মানুষ পিতামাতার মধ্য থেকে যে অমৃতের ধারা লাভ করেছে সেইটিকে অনুসরণ করতে গিয়ে দেখেছে কোথাও তার সীমা নেই পিতামাতার সঙ্গে সন্তানের যে অবিচ্ছেদ্য স্নেহের সম্পর্ক তা অন্তহীন, তা চিরন্তন তাই পিতা মাতা যেমন তাঁদের অন্তরের সমস্ত স্নেহ ভালবাসা, সম্পদ দিয়ে সন্তানের প্রতি দায়িত্ব পালন করেন, সন্তানকে উপযুক্ত করে গড়ে তোলেন, উপযুক্ত সন্তানও তেমনি পিতামাতার বয়সকালে তার দায়িত্ব পালন করে, পিতামাতার সব ভার সন্তানের ওপর বার্তায় আমাদের সমাজে এটাই ছিল সংসারের স্বাভাবিক ধর্ম এ নিয়ে কোন গোল ছিল না কিন্তু আজ জড়বিজ্ঞানের নিত্যনূতন আবিষ্কার যেমন মানুষের অঞ্জলি ভরে দিয়েছে, তেমনি হৃদয় নিঃস