আনন্দনগরে কীর্ত্তন দিবস
গত ৮ই অক্টোবর কীর্ত্তন দিবস৷ ১৯৭০ সালের ৮ই অক্টোবর আনন্দমার্গের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী রাঁচির নিকটস্থ আমঝরিয়া অরণ্যের ফরেস্ট বাংলোয় সিদ্ধ মন্ত্র ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন প্রবর্তন করেন৷ প্রতিবছর এই দিনটি মার্গের সকল ইয়ূনিটে কীর্ত্তন দিবস পালন করে৷ আনন্দনগরের গ্রামগুলিতেও নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়৷